বেনিনে ‘জেএনআইএম’ এর নিয়ন্ত্রণে শত্রু সেনা চৌকি: নিহত ৩ সেনা

0
130

নাইজেরিয়ার সীমান্তে বেনিনের একটি সেনা চৌকির নিয়ন্ত্রণ নিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ মুজাহিদিনরা।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ৫ অক্টোবর রাতে, উত্তর-পূর্ব বেনিনের সেগবানা অঞ্চলের ওয়ালি এলাকায় একটি সীমান্ত চৌকিতে সশস্ত্র আক্রমণ চালানো হয়েছে। এই আক্রমণের ঘটনায় দেশটির তিন সেনা সদস্য নিহত হয়েছে। আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এক বিবৃতিতে এই আক্রমণের তথ্য নিশ্চিত করেছে।

উপলব্ধ তথ্য অনুসারে, নাইজেরিয়া সীমান্তের নিকটবর্তী এলাকায় মুজাহিদিনরা এই আক্রমণটি চালিয়েছেন। ‘জেএনআইএম’ এর দেওয়া তথ্য অনুযায়ী, এই আক্রমণের সময় মুজাহিদিনরা বেশ কয়েকটি অস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত হিসাবে জব্দ করেছেন। এতে রয়েছে ৪টি ক্লাশিনকোভ রাইফেল এবং অন্যান্য বহু সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/2fzev527

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে প্রযুক্তিগত মিশনকে দূতাবাস স্তরে উন্নীত করার ঘোষণা দিয়েছে ভারত
পরবর্তী নিবন্ধপাকিস্তান সেনাবাহিনীকে অবশ্যই তাদের সীমালঙ্ঘনের পরিণতি ভোগ করতে হবে: তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয়