গাজায় যুদ্ধবিরতির মধ্যে লেবাননে সন্ত্রাসী ইসরায়েলের বিমান হামলা, হতাহত ৮

0
66

গাজায় যুদ্ধবিরতির মাঝেই নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে দখলদার ইসরায়েল।
ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর এবার লেবাননের দক্ষিণাঞ্চলে বিমান হামলা চালিয়েছে সন্ত্রাসী ইসরায়েল। দেশটির সিদন জেলার আল-নাজারিয়াহ গ্রামে চালানো বিমান হামলায় একজন নিহত এবং সাতজন আহত হয়েছেন। বেসামরিক স্থাপনাগুলোতে রাতভর হামলা চালানোর পর ইসরায়েলের নিন্দা জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। প্রেসিডেন্ট জোসেফ আউন জানায়, ইসরায়েলি আগ্রাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলীয় বেসামরিক স্থাপনাগুলো। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের হামলায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। মন্ত্রণালয় আরও জানিয়েছে, হামলার ফলে অল্প সময়ের জন্য বৈরুতের সঙ্গে দক্ষিণ লেবাননের কিছু অংশকে সংযুক্তকারী মহাসড়কটি বন্ধ হয়ে যায়।

আল-মানার টিভির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় ঘটনাস্থলের পাশ দিয়ে একটি সবজি ভর্তি গাড়ি যাচ্ছিল। এতে আঘাত পেয়ে একজন নিহত এবং সাতজন আহত হন। পরে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহত ব্যক্তি একজন সিরীয় নাগরিক, আর আহতদের মধ্যে রয়েছেন একজন সিরীয় এবং ছয়জন লেবানিজ।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত বছরের নভেম্বরে ১৪ মাসব্যাপী ইসরায়েল ও হিজবুল্লাহর যুদ্ধ শেষ হয়। তবে এই যুদ্ধবিরতি শুধু নামেই, কারণ ইসরায়েল প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছে লেবাননে, যাতে এখন পর্যন্ত একশর বেশি মানুষ নিহত হয়েছেন।


তথ্যসূত্র:
1. At least 1 killed, 7 injured in Israeli strike on southern Lebanon: Report
– https://tinyurl.com/23a95uxx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপশ্চিম তীরে ইসরায়েলি হামলায় এক ফিলিস্তিনি শহীদ
পরবর্তী নিবন্ধখাইবার এজেন্সি ও উত্তর ওয়াজিরিস্তানে ইত্তেহাদুল মুজাহিদিন পাকিস্তানের হামলা