
ভারতের মহারাষ্ট্রে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন-২০২৫ এর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও ‘জেল ভরো’ আন্দোলনে অংশগ্রহণ করেছে হাজার হাজার মুসলিম। চলতি সপ্তাহে ওয়াকফ সংশোধন বিতর্কিত এই আইনের বিরুদ্ধে অভিনব এই আন্দোলন অনুষ্ঠিত হয়। আন্দোলনে অংশগ্রহণকারীরা এই আইনকে মুসলিম বিরোধী ‘কালো আইন’ বলে আখ্যা দিয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) এই বিষয়ক একটি সংবাদ প্রকাশ করে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্যা অবজারভার পোস্ট’।
সর্বভারতীয় মুসলিম ব্যক্তিগত সংরক্ষণ আইন বোর্ডের ‘জেল ভরো’ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে মহারাষ্ট্রের তেহফুজ আওকাফ কমিটি এই প্রতিবাদ সভার আয়োজন করে। বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন-২০২৫ এর বিরুদ্ধে এটিই সবচেয়ে বড় আন্দোলন।
দুই ঘণ্টা অবস্থান কর্মসূচির মাধ্যমে বিক্ষোভ শুরু হয়। এর পর বিতর্কিত ওয়াকফ বিলের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ২০০০ মুসলিম স্বেচ্ছায় স্থানীয় থানায় গিয়ে গ্রেফতার হন। পরে সন্ধ্যায় সবাইকে মুক্তি দেওয়া হয়।
বিক্ষোভ সমাবেশটির সংগঠক ফারুক শেখ গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা স্বেচ্ছায় থানায় গিয়ে বন্দি হয়েছি। আমাদের এই আন্দোলন শুধু মুসলিমদের আন্দোলন নয়। শান্তি, সাম্য, ন্যায়বিচারে বিশ্বাস করে এমন প্রত্যেকের জন্যই এই আন্দোলন। জল-গাঁও দেখিয়ে দিয়েছে শান্তিপূর্ণ প্রতিবাদও শক্তিশালী হতে পারে। আমরা এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমকে অসাংবিধানিক এই বিতর্কিত এই আইনকে প্রত্যাখ্যান করলাম।’
পরে তেহফুজ ওয়াকফ কমিটির সভাপতি মুফতি খালিদের নেতৃত্বে একটি দল জেলা কালেক্টরের সাথে দেখা করে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইন-২০২৫ এর বাতিলের দাবিতে রাষ্ট্রপতি বরাবর একটি স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে তারা দ্রুত সময়ের মধ্যে এই আইন বাতিলের দাবি জানান।
জেল থেকে মুক্ত এক মুসলিম গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা জেল পূর্ণ করবো কিন্তু আমাদের ওয়াকফ, আমাদের বিশ্বাস ও অধিকার সংরক্ষণে এক চুলও ছাড় দিবো না।’
তথ্যসূত্র:
1. ‘We Will Fill the Jails, Not Give Up Our Faith’: 2,000 Detained in Jalgaon’s Peaceful Anti-Waqf Act Stir
– https://tinyurl.com/yc7vnpax


