নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার

0
39

রংপুরের বদরগঞ্জে নারী অপহরণ মামলায় লিয়াকত উল্লাহ লুসান নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই বিএনপি নেতা উপজেলার গোপালপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক।

জানা যায়, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ৩ নভেম্বর বিকেল ৪টায় গোপালপুর ইউনিয়নের স্থানীয় এক বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে এক শিক্ষিকাকে লিয়াকত উল্লাহ সহ ৭-৮ জন জোরপূর্বক মারধর করে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় ওই শিক্ষিকা গুরুতর আহত হলে তিনি গাড়িতে চিৎকার করেন। পরে পদাগঞ্জ বাজারের পাশে তাকে মাইক্রো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয়।

এ ঘটনায় বদরগঞ্জ থানায় অজ্ঞাত পাঁচজনসহ ৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন ওই শিক্ষিকা। সেই মামলায় বিএনপি নেতা লিয়াকত উল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান জানান, শিক্ষিকাকে অপহরণ মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।


তথ্যসূত্র:
1. নারী অপহরণ মামলায় বিএনপি নেতা গ্রেফতার
– https://tinyurl.com/yc58ex92

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনামাজরত বাবাকে কুপিয়ে হত্যা করল মাদকাসক্ত ছেলে
পরবর্তী নিবন্ধগোপালগঞ্জে বিএনপি নেত্রীর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী