
জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় ঘেরাও ও তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে দখলদার ভারতের হিন্দুত্ববাদী বাহিনী।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের সংবাদে বলা হয়েছে, ৭ জানুয়ারি কাঠুয়া জেলার কাহোগ ও ধানু প্যারোল-কামাধ এলাকায় অভিযান চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও স্পেশাল অপারেশন গ্রুপ। এই অভিযান ৮ জানুয়ারিও অব্যাহত ছিল বলে জানা গেছে।
এই সময় সহিংস কর্মকাণ্ডে উগ্র ভারতীয় সেনার গুলিতে এক যুবক শহীদ হয়েছেন, এছাড়া এক দখলদার ভারতীয় সেনা আহত হয়েছে।
অপরদিকে নিরীহ নাগরিকদের বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়েছে অবৈধ ভারত সরকারের গোয়েন্দা কর্মকর্তারা। এই সময় ২২ জন নিরাপরাধ যুবককে তারা গ্রেপ্তার করেছে এবং আরও বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।
অপরদিকে সাম্বা, রাজৌরি, পুঞ্চ ও কাঠুয়া জেলার বিভিন্ন এলাকায় ক্রমাগত তল্লাশি ও টহল জোরদার করেছে অবৈধ দখলদার ভারত সরকারের সম্মিলিত বাহিনী।
তথ্যসূত্র:
1. Indian forces step up CASOs in Kathua, 22 youth detained during house raids
– https://tinyurl.com/2mckjvrt


