ইমারাতে ইসলামিয়ার কান্দাহার থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হলো ২ হাজার ৫০০ কেজি মধু

0
26

চলতি বছরে কান্দাহার প্রদেশ থেকে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পরিমাণ মধু বিদেশে রপ্তানি করা হয়েছে।

কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানিয়েছে, চলতি বছরে কান্দাহার প্রদেশ থেকে মোট ২ হাজার ৫০০ কেজি মধু আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয়েছে। ১১ জানুয়ারি, রবিবার প্রকাশিত তথ্যে এ সাফল্যের বিষয়টি জানানো হয়।

কান্দাহারের মৌ চাষিরা গণমাধ্যমকে জানিয়েছেন, প্রাকৃতিক পরিবেশ ও উৎপাদন প্রক্রিয়ার কারণে এখানকার মধু মানসম্মত ও ভোক্তাদের কাছে জনপ্রিয়। তারা মনে করেন, যদি মধুর প্যাকেজিং ও বিপণন ব্যবস্থার আরও উন্নয়ন করা যায়, তাহলে কান্দাহারের মধু আন্তর্জাতিক বাজারে আরও বিস্তৃত ও সম্ভাবনাময় অবস্থান তৈরি করতে পারবে।

কান্দাহার থেকে মধু রপ্তানির এই অগ্রগতি ইমারাতে ইসলামিয়ার কৃষিভিত্তিক রপ্তানি সম্প্রসারণের একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্ট খাতে পরিকল্পিত উদ্যোগ ও উন্নত ব্যবস্থাপনা অব্যাহত থাকলে ভবিষ্যতে কান্দাহারের মধু আন্তর্জাতিক বাজারে আরও শক্ত অবস্থান গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1.Kandahar Exports 2,500 Kilograms of Honey to International Markets
– https://tinyurl.com/mpj65k3y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআন্তর্জাতিক প্রদর্শনীতে আবারও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেল আফগান কার্পেট