ভারতে হিন্দুত্ববাদীরা কথিত গো-রক্ষার নামে অসংখ্য মুসলিমকে পিটিয়ে হতাহত করেছে। এই বর্বরোচিত কাজ বর্তমানে গোটা ভারত জুড়ে ব্যাপক আকার ধারণ করেছে।
গত রবিবার রাতে উত্তর প্রদেশের মথুরা জেলায় একদল হিন্দুত্ববাদী গ্রামবাসীরা একজন মুসলিম চালককে তার পিক-আপ ভ্যানে গরুর মাংস বহন এবং গরু পাচার করার অজুহাতে নির্মমভাবে পিটায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, আমির নামের একজন মুসলিম ড্রাইভারকে দুই থেকে তিনজন লোক বেল্ট দিয়ে মারধর করছে। তিনি তাদের থামানোর জন্য কাকুতি মিনতি করে অনুরোধ করছেন। আমির জেলার নগর পঞ্চায়েত গোবর্ধনের একটি গ্রাম পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসাবে পশুর মৃতদেহ পরিবহন করছিলেন।
আমিরের গাড়ির ভিতরে কোনও গরু বা গরুর মাংস পাওয়া যায়নি। শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়েই একজন মুসলিমের উপর হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে। আর যদি সত্যিই গারিতে গরুর মানশ বা এজাতীয় কিছু পাওয়া যেত, তাহলে তারা ঐ মুসলিমের সাথে কি আচরণ করতো, তা অতীতেও বহুবার দেখা গেছে।
উগ্র হিন্দুরা মূলত মুসলিমদের প্রতি তাদের আজন্ম লালিত জিঘাংসা পূরণের জন্যই এই গো-রক্ষার ইস্যু সামনে আনছে। কারণ তারা জানে গোরক্ষা এমন একটা অস্ত্র, যার অজুহাতে মুসলিমদের পিটিয়ে খুন করলেও কোন বিচার হবে না। পাওয়া যাবে রাষ্ট্রীয় সমর্থন।
আর এ পর্যন্ত যতজন মুসলিমকে হিন্দুত্ববাদীরা পিটিয়ে হতাহত করেছে, সেসব ঘটনার বিচার এখনো হয়নি, আর হওয়ার কোন লক্ষণও দেখা যাচ্ছে না।
তাই হিন্দুত্ববাদী আদালতের বিচারের মিথ্যে আশায় না থেকে উলামায়ে কেরাম মুসলিমদেরকে নিজেদের মাঝে ঐক্যবব্ধ হয়ে সমস্যা সমাধান করার আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র:
1. Uttar Pradesh: Muslim driver beaten up by cow vigilantes on suspicion of carrying beef
https://tinyurl.com/2xfvfnpm