গত ২৯ এপ্রিল থেকে কাশ্মীরে এক মুসলিম যুবক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ঐ যুবকের নাম আমান আইয়াজ খান (১৯)।
আইয়াজের বাড়ি উত্তর কাশ্মীরের বারমুল্লা জেলায়। জানা যায়, ঘটনার দিন বিকেলে সে তার খাওয়াজাবাগ এলাকার বাড়ি থেকে বের হয়। এরপর আর সে ফিরে আসেনি। অনেক খোঁজার পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলা থেকে অপর এক যুবককে গ্রেফতার করেছে ভারতীয় বাহিনী। এই গ্রেফতারকে বৈধতা দেওয়ার জন্য ঐ যুবকের বিরুদ্ধে মুজাহিদ সংগঠনের সাথে যুক্ত থাকার অভিযোগ এনেছে ভারতীয় বাহিনী।
এভাবে, গত কয়েকদিন ধরে কাশ্মীরে ব্যাপক হারে গ্রেফতার অভিযান চলছে। মাত্র এক সপ্তাহে অন্তত ২০০ মুসলিম যুবককে গ্রেফতার করেছে তারা। এমনকি বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালিয়ে যুবকদের গ্রেফতার করছে ভারতীয় বাহিনী।
তথ্যসুত্র:
——
1. Youth goes missing in Baramulla
– https://tinyurl.com/bdz4um43
2. Indian troops arrest youth in Kupwara
– https://tinyurl.com/2ykz9t2j
3. Indian troops arrest several including religious leader in Poonch
– https://tinyurl.com/2p9heaan