গত ১৩ অক্টোবর শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলে ফিলিস্তিনিদের সমর্থনে একটি জনসমাবেশের আয়োজন করা হয়। সেখানে সর্বস্তরের মানুষ স্বতস্ফুর্তভাবে অংশ নেন। ইসরায়েলের পতাকাও পুড়ানো হয়।
জনসমাবেশে বক্তৃতা প্রদানকালে সকলেই ফিলিস্তিনে ইহুদি আগ্রাসন ও ইহুদিদের প্রতি পশ্চিমা বিশ্বের নিরঙ্কুশ সমর্থনের কড়া সমালোচনা করেন। তারা এমনকি সাধারণ মুসলিমদের ফিলিস্তিনে প্রবেশের জন্য বর্ডার খুলে দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান, যেন তারা সেখানে গিয়ে ফিলিস্তিনি মুসলিমদের পক্ষে যুদ্ধ করতে পারে।
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জাতীয় অলেম্পিক কমিটির সাবেক প্রধান মোহাম্মাদ মুতমাঈন আরবদের নিষ্ক্রিয়তাকে ব্যাঙ্গ করে বলেন, “আমরা আরব দেশগুলোকে বলছি। আপনারা বর্ডার খুলে দিন এবং অনারব মুসলিমদেরকে ফিলিস্তিনে প্রবেশের সুযোগ করে দিন। এরপর আপনাদের আর কিছুই করতে হবে না, শুধু বসে বসে আমাদের যুদ্ধ দেখবেন।”
তথ্যসূত্র:
🗞🗞"We ask Arab countries to open the way for the non-Arab Muslims to enter Palestine, and then the Arabs can simply watch the war."
– Mohammad Mutmaeen, Former head of #Afghanistan National Olympic Committee in Kabul#Palestine #Gaza #Gazagenocide #GazaUnderAttack
Follow… pic.twitter.com/W5T5kmpFvo
— DOAM (@doamuslims) October 14, 2023
গাদ্দার শাসকরা কিছু করবে না যা করার তাদের সহযোগিতা ছাড়াই করতে হবে।
হ্যাঁ আমাদের জন্য বর্ডার খুলে দিলেই, আমরা আমাদের ভাইদের পাশে দাঁড়াতে পারতাম। হে রব ইসলামী ইমারতের দোয়া তুমি কবুল করো। আমিন
Good 😊