গাজার হাসপাতালে ভয়াবহ হামলা, নিহত ৫০০ শতাধিক

ইউসুফ আল-হাসান

0
709
হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহতদের লাশ। ছবি: এক্স (সাবেক টুইটার)

ফিলিস্তিনের গাজার অধিবাসীর উপর পরিচালিত আগ্রাসন ও নির্মমতার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে ইসরায়েল। গাজার একটি হাসপাতালে বিমান হামলা চালিয়েছে পশ্চিমা মদদপুষ্ট ইসরায়েলি বাহিনী। বর্বরোচিত এ হামলায় এক মুহূর্তেই ধ্বংস্তুপে পরিণত হয় হাসপাতালটি, ঘটনাস্থলেই নিহত হয় ৫০০ শতাধিক ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে রয়েছেন অনেকে, ফলে নিহত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

গতকাল (১৭ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে মধ্য গাজার আল–আহলি আরব নামের হাসপাতালে এই হামলা চালানো হয়। এর আগে ইসরায়েলি হামলায় আহত শত শত রোগী ও গৃহহীন অসংখ্য বাসিন্দা নিরাপদ ভেবে ওই হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন।

বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণের পর হাসপাতালের বহুতল ভবনটি জ্বলছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নারী, পুরুষ ও শিশুদের ছিন্ন-ভিন্ন মরদেহ।

হামলায় হতাহতের কিছু ভিডিও-

হামলার পর চারদিকে শুধু লাশ আর লাশ-

হামলায় টুকরো টুকরো হয়ে যাওয়া ছেলের শরীরের অবশিষ্টাংশ ব্যাগে ধরে রেখেছেন এক পিতা-

হামলায় আহতদের একাংশ-

হামলায় হতাহতদের কিছু ছবি-

উল্লেখ্য যে, ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত (১৭ অক্টোবর পর্যন্ত) প্রায় তিন হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার মধ্যে এক তৃতীয়াংশই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন অন্তত সাড়ে ১২ হাজার ৫০০ মানুষ। এছাড়াও ইসরায়েলি হামলায় অধিকৃত পশ্চিম তীরে ৬১ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১ হাজার ২৫০ জন ফিলিস্তিনি।



 

তথ্যসূত্র:

1. Over 500 Palestinians torn into peaces. The lsraeli massacre in Al-Ahli (formerly Al-Ma’madani Hospital in Gaza) Oct 17th, 2023
https://tinyurl.com/fz22jjmp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তান: কুশতেপা খাল প্রকল্পের দ্বিতীয় ধাপের কাজ শুরু
পরবর্তী নিবন্ধকারাগারে বন্দী সকল ফিলিস্তিনির পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ