সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ইস্তেশহাদী অপারেশন চালিয়েছে আশ-শাবাব। এতে দেশটির গোয়েন্দা সংস্থা ও পুলিশ বাহিনীর স্পেশাল ইউনিটের অন্তত ১৯ সদস্য নিহত হয়েছে।
শাহাদাহ এজেন্সির তথ্যমতে, হারাকাতুশ শাবাব মুজাহিদিন গত ২৪ জানুয়ারি বুধবার, সোমালিয়ার রাজধানী মোগাদিশুর আইল-কামিন এলাকায় একটি ইস্তেশহাদী অপারেশন পরিচালনা করেছেন। অপারেশনটি এই এলাকায় একটি সামরিক চেকপয়েন্ট লক্ষ্য করে চালানো হয়েছে। চেকপয়েন্টটিতে এসময় সোমালি গোয়েন্দা সংস্থা ও পুলিশের স্পেশাল ইউনিটের ৫০ সদস্যের একটি দল মিটিংয়ের জন্য অবস্থান নিয়েছিল।
হারাকাতুশ শাবাব তাদের প্রথমিক প্রতিবদনে প্রকাশ করে যে, মুজাহিদদের উক্ত ইস্তেশহাদী অপারেশনে শত্রুদের ২টি গুরুত্বপূর্ণ বাহিনীর ১৯ সৈন্য নিহত হয়েছে। সেই সাথে আরও ১০ সৈন্য আহত হয়েছে। আর বিস্ফোরণের আঘাতে ধ্বংস হয়ে গেছে শত্রু বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ও সামরিক সরঞ্জাম।