ফিলিস্তিন ভিত্তিক সশস্ত্র প্রতিরোধ বাহিনী আল-কাসসাম ব্রিগেড। গত ১৪ ফেব্রুয়ারি বুধবার প্রায় ৬ মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছে দলটি। ভিডিওতে দেখা যায় প্রতিরোধ যোদ্ধারা খান ইউনিসে জায়োনিস্ট সেনাবাহিনীর যানবাহন এবং সৈন্যদের সাথে একাধিক স্থানে বীরত্বের সাথে লড়ছেন। এসব স্থানে জায়োনিস্ট বাহিনীকে টার্গেট করে আল-কাসসাম যোদ্ধারা 56-1 অ্যাসল্ট রাইফেল, “আল-ইয়াসিন 105” ট্যান্ডেম রকেট এবং RPG-7 সহ ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IEDs) দ্বারা হামলা চালান।
ভিডিওতে জায়োনিস্ট বাহিনীর কয়েকটি সাঁজোয়া যান ধ্বংসের ফুটেজ সহ এই বাহিনীর ৬৩০ তম ব্যাটালিয়নের কমান্ডার, একজন ডেপুটি কমান্ডার এবং এক সৈন্যকে হত্যার দৃশ্য নথিভুক্ত করা হয়।
ভিডিওতি দেখুন: