সোমালিয়ায় আরও একটি এলাকা ও সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিল আশ-শাবাব

0
251

সোমালিয়ায় বিদেশী দখলদার এবং আফ্রিকান ঔপনিবেশিক বাহিনীর বিরুদ্ধে হারাকাতুশ শাবাবের আক্রমণ ক্রমাগত তীব্রতর হচ্ছে। এতে শত্রু শিবিরে অসংখ্য হতাহত ছাড়াও অনেক নতুন এলাকা ও সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিচ্ছেন আশ-শাবাব মুজাহিদিনরা।

সূত্রমেতে, হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিনরা গত ২৭ অক্টোবর সকালেও কিসমায়ো শহরের উপকণ্ঠে একটি গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছেন। এলাকাটি দীর্ঘদিন ধরে মোগাদিশু সরকার সমর্থিত “আহমেদ-মাদোবোব” নামক মিলিশিয়াদের দখলে ছিলো। হারাকাতুশ শাবাব যোদ্ধারা এলাকাটি মিলিশিয়া মুক্ত করতে সকাল থেকেই ভারী অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ চালানো শুরু করেন।

মুজাহিদদের রণকৌশলের সামনে ধরাশায়ী হয় মিলিশিয়া বাহিনী। পরে এসব সৈন্যরা নিজেদের জীবন বাঁচাতে কিসমায়ো বিমানবন্দর শহরের বিরতা-ধীর এলাকা ছেড়ে পালিয়ে যায়। এলাকাটি থেকে মিলিশিয়া বাহিনীর পলায়নের এই ঘটনার ফলে আতংক ছড়িয়ে পড়ে উক্ত এলাকার নিকটতম সামরিক ঘাঁটিগুলোতেও। ফলে জুব্বাল্যান্ড মিলিশিয়ারা উক্ত এলাকার কাছাকাছি অবস্থিত তাদের অবস্থান ছেড়ে পালিয়ে যায়।

সেনাদের এই পলায়নের পর মুজাহিদগণ বিরতা-ধীর এলাকা এবং  জুব্বাল্যান্ড মিলিশিয়াদের সামরিক ঘাঁটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেন। সেই সাথে এসকল অবস্থান থেকে মুজাহিদগণ অনেক অস্ত্র শস্ত্র ও সামরিক সরঞ্জাম গনিমত লাভ করেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঢাকায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের কার্যালয় স্থাপনের অনুমোদন দেশ ও জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত
পরবর্তী নিবন্ধমৌলিক ৩টি খাতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি নীতি অনুমোদন করবে ইমারতে ইসলামিয়া