
কাশ্মীরের কুপওয়ারা জেলায় ভারতীয় পুলিশ আরও তিন মুসলিমের জমি বাজেয়াপ্ত করেছে। কাশ্মীরের স্বাধীনতা আন্দোলনে জড়িত থাকার সন্দেহে এই তিন ব্যক্তির বাড়ি ও জমি দখল করা হয়েছে। এ ঘটনায়, কাশ্মীরি মুসলিমরা তাদের নিজস্ব জমি এবং বাড়ি আর ব্যবহার করতে পারবেন না।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের খবর অনুযায়ী, ২৬ জুলাই পুলিশ কর্ণা এলাকার বাসিন্দা আব্দুল হামিদ শেখ, কাজী খুশাল পাঠান এবং মনজুর আহমেদ শেখের জমি ও বাড়ি জব্দ করেছে। এর আগে, পুলিশ বারামুল্লা এবং কুপওয়ারা জেলায় আরও দুটি আবাসিক বাড়ি এবং জমি জব্দ করেছিল।
উল্লেখ্য, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বাধীনতা মর্যাদা বাতিল করার পর, ভারত কাশ্মীরিদের জমি এবং বাড়ি দখল করা শুরু করে। বর্তমানে এই পদক্ষেপ আরও তীব্র করেছে দখলদার বাহিনী, এভাবে কাশ্মীরি জনগণকে মৌলিক অধিকার থেকে বঞ্চিত করে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে ভারতীয় বাহিনী।
অবাক করার মতো বিষয় হলো, ভারতের এই কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মহল, বিশেষ করে পশ্চিমাদের জাতিসংঘ এখনও এ বিষয়ে সম্পূর্ণ নীরব রয়েছে।
তথ্যসূত্র:
1. Indian police attach properties of three more Kashmiris in IIOJK
– https://tinyurl.com/5errvd9b


