দুটি ভিন্ন ফ্রন্টে বুরকিনান জান্তার বিরুদ্ধে মুজাহিদদের ৩টি অভিযান: নিহত ৭ শত্রু সেনা

0
50

বুরকিনা ফাসোর দেদুগু এবং ফাদাঙ্গুরমা রাজ্যে দেশটির জান্তা বাহিনীর বিরুদ্ধে ৩টি পৃথক হামলা চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা। এতে ৭ শত্রু সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, ‘জেএনআইএম’ মুজাহিদিনরা গত ২৭ জুলাই রবিবার, বুরকিনা ফাসোর দেদুগু রাজ্যের মাউই এবং বিয়ালি গ্রামে দুটি সামরিক চৌকিতে অতর্কিত আক্রমণ চালিয়েছেন। মুজাহিদদের এই হামলায় ৪ জান্তা সদস্য নিহত হয়। এসময় অন্য সৈন্যরা জীবন বাঁচাতে উভয় সামরিক চৌকি ছেড়ে পালিয়ে যায়।

শত্রু সৈন্যদের এই পলায়নের পর মুজাহিদিনরা সামরিক চৌকিগুলোর নিয়ন্ত্রণ নেন। সেই সাথে ঘটনাস্থল থেকে গনিমত হিসাবে ৪টি ক্লাশিনকোভ রাইফেল, ১টি পিস্তল, ২টি মোটরসাইকেল এবং অন্যান্য সরঞ্জাম জব্দ করেন।

একই দিনে মুজাহিদিনরা ফাদাঙ্গুরমা রাজ্যের রোদ্দা গ্রামে অবস্থিত আরও একটি শত্রু সামরিক চৌকিতে আক্রমণ চালান। মুজাহিদদের এই হামলার ঘটনায় ৩ বুরকিনান জান্তা সদস্য নিহত হয়। অভিযান শেষে মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে ১টি পিকা, ৩টি ক্লাশিনকোভ রাইফেল, ৪টি মোটরসাইকেল এবং ১টি ডিজেআই ড্রোন গনিমত হিসাবে জব্দ করেন।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/y995tsbe

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার বাহিনীতে মানসিক বিপর্যয়ের ঢেউ, যুদ্ধে ফিরতে না চাওয়ায় কারাগারে ৪ ইসরায়েলি সেনা
পরবর্তী নিবন্ধপাকিস্তানে শত্রু বাহিনীর সামরিক পোস্টে মুজাহিদদের হামলা