বর্বর ইসরায়েলি অবরোধে অনাহারে শহীদ হল ১৪ ফিলিস্তিনি

0
28

মধ্যপ্রাচ্যের দুর্বৃত্ত রাষ্ট্র ইসরায়েলের টানা অবরোধের ফলে ভয়াবহ দুর্ভিক্ষে ফিলিস্তিনের গাজায় ২৮ জুলাই, সোমবার আরও অন্তত ১৪ জন শহীদ হয়েছে। এদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে সোমবার জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ২৮ জুলাই, সোমবার গাজার বিভিন্ন হাসপাতালে অনাহার ও অপুষ্টিজনিত কারণে নতুন করে ১৪ জন শহীদ হয়েছে, যার মধ্যে দুজন শিশু ক্ষুধার কারণে শহীদ হয়েছে।

এ সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত গাজায় অনাহারে শহীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭ জনে, যার মধ্যে ৮৮ জনই শিশু।

প্রসঙ্গত, চলতি বছরের ২ মার্চ থেকে তারা গাজার সব সীমান্তপথ সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল, যা মানবিক পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। টানা বোমাবর্ষণ এবং অবরোধে গাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে এবং খাবার, পানি ও ওষুধের মারাত্মক সংকট তৈরি হয়েছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে সন্ত্রাসী ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ সামরিক আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৬০ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।


তথ্যসূত্র:
1. Death toll from Israeli-induced starvation in Gaza rises to 147 as 14 die in past day
– https://tinyurl.com/y69pnpsc
2. Gaza Officials: 14 Palestinians Die of Starvation in 24 Hours, Including Two Children
– https://tinyurl.com/uewe6s22

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশেখ রেহানার বেকার ছেলের ব্যাংক হিসাবে ১২ কোটি টাকা লেনদেন
পরবর্তী নিবন্ধভিডিও || সাহসীকতার অনন্য নজির স্থাপন করে চলছেন অবরুদ্ধ গাজার বীর মুজাহিদিনরা