কাশ্মীরে দুই মুসলিম যুবককে হত্যা করলো দখলদার ভারতীয় বাহিনী

0
71

অধিকৃত কাশ্মীরের কুপওয়াড়া জেলায় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক দুই কাশ্মীরি যুবককে নির্মমভাবে হত্যা করার ঘটনা ঘটেছে।

২৮ সেপ্টেম্বর কাশ্মীর মিডিয়া সার্ভিসের বরাতে জানা যায়, কুপওয়াড়া জেলার কেরান এলাকায় ভারতীয় সেনাবাহিনীর একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় এই দুই যুবককে গুলি করে হত্যা করা হয়।

বিচারবহির্ভূত এই হত্যাকাণ্ডকে আড়াল করার জন্য ভারতীয় বাহিনী নিহতদের ‘জঙ্গি’ হিসেবে চিহ্নিত করেছে। স্থানীয় বাসিন্দা ও মানবাধিকার সংগঠনগুলো এই হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসের এক নির্মম নিদর্শন হিসেবে আখ্যায়িত করেছেন।


তথ্যসূত্র:
1. Indian troops martyr two Kashmiri youth in Kupwara fake encounter
– https://tinyurl.com/ya5rkh95

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখাগড়াছড়িতে উগ্র উপজাতিদের দেশ বিরোধী তৎপরতা, ১৪৪ ধারা ভঙ্গ করে ভাংচুর-অগ্নিংযোগ, মেজরসহ আহত ১০ সেনা সদস্য
পরবর্তী নিবন্ধপশ্চিম আফ্রিকায় এক মাসে ‘জেএনআইএম’ এর ৬৮টি সামরিক অপারেশন