
কাশ্মীরের কাঠুয়া জেলায় দখলদার ভারতীয় বাহিনীর অভিযানে এক মুসলিম যুবক শহীদ হয়েছেন। এলাকাটিতে নতুন করে অভিযান শুরু করার পর এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
কাশ্মীর মিডিয়া সার্ভিসের (কেএমএস) বরাতে জানা গেছে, গত ২৩ জানুয়ারি কাঠুয়া জেলার বিল্লাওয়ার এলাকায় ভারতীয় সেনাবাহিনী ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের যৌথভাবে পরিচালিত এক অভিযানের সময় একটি সাজানো সংঘর্ষে ওই যুবককে শহীদ করা হয়।
এদিকে, কাশ্মীরে দখলদার পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ভীম সেন টুটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে যৌথ অভিযানের সময় একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় অভিযান অব্যাহত ছিল।
তথ্যসূত্র:
১। Indian forces martyr a youth in Kathua
– https://tinyurl.com/p6f8yvje


