
আফ্রিকার সাহেল অঞ্চলের দেশ মালি, সম্প্রতি দেশটিতে জান্তা বাহিনীর বিভিন্ন সামরিক অবস্থান ও টহল দলগুলো টার্গেট করে অন্তত ৭টি পৃথক অভিযান চালিয়েছেন আল-কায়েদা সংশ্লিষ্ট জেএনআইএম মুজাহিদিনরা।
আঞ্চলিক সংবাদ মাধ্যম আয-যাল্লাকা মিডিয়া কর্তৃক গত ২০ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, আল-কায়েদা সংশ্লিষ্ট জামাআত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) মুজাহিদিনরা সম্প্রতি মালির ৪টি রাজ্যে অন্তত ৭টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন। এরমধ্যে মুজাহিদিনরা দেশটির সিকাসো রাজ্যের বিভিন্ন এলাকায় ৩টি এবং কুলিকোরো রাজ্যে ২টি অভিযান চালিয়েছেন, এছাড়াও মুজাহিদিনরা মোপ্তি ও সেগৌ রাজ্যে ১টি করে মোট ২টি পৃথক অভিযান পরিচালনা করেছেন।
মুজাহিদদের এসকল অভিযানের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে জান্তা বাহিনীর ৪টি সামরিক পোস্ট, ২টি টহল দল এবং ১টি মিলিশিয়া সদর দপ্তর। মুজাহিদিনরা শত্রু বাহিনীর বিরুদ্ধে পরিচালিত এসকল অভিযানের মাধ্যমে ২টি সামরিক পোস্ট এবং ১টি মিলিশিয়া সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন। এসময় মুজাহিদদের আইইডি বিস্ফোরণে শত্রু বাহিনীর ২টি গাড়ি ধ্বংস হয়ে যায়। সেই সাথে মুজাহিদদের দুটি অতর্কিত আক্রমণ অন্তত ৬ জান্তা সদস্য নিহত হয়, এছাড়াও অন্য ৫টি অভিযানে আরও অনির্দিষ্ট সংখ্যক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়।
মুজাহিদিনরা এসকল অভিযান শেষে জান্তা বাহিনী থেকে বেশ কিছু অস্ত্র ও সরঞ্জাম গনিমত লাভ করেছেন। এসবের মধ্যে রয়েছে বেশ কিছু মেশিনগান, ১টি পিকে অস্ত্র, ২টি রাইফেল এবং ১৪টি মোটরসাইকেল সহ অন্য বহু সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ।
তথ্যসূত্র:
https://tinyurl.com/yc77jp5e
https://tinyurl.com/3jpctmfw
https://tinyurl.com/w6zfwecj
https://tinyurl.com/y8wvphc5
https://tinyurl.com/mrxbewha
https://tinyurl.com/86383tmy


