নড়াইলের লোহাগড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও উপজেলা সন্ত্রাসী আওয়ামী লীগের নির্বাহী সদস্য বদর খন্দকার হত্যা মামলার প্রধান আসামি নজরুল শিকদার। নজরুল শিকদার লোহাগড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা সন্ত্রাসী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
বিষয়টি নিশ্চিত করেছেন বদর খন্দকার হত্যা মামলার তদন্ত কর্মকর্তা লোহাগড়া থানার উপপরিদর্শক (এসআই) মিলটন কুমার দেবদাস ও এসআই আতিকুজ্জামান।
আমাদের সময় থেকে জানা যায়, ‘সাবেক চেয়ারম্যান বদর খন্দকার হত্যা মামলায় হুকুমের আসামি বর্তমান চেয়ারম্যান নজরুল শিকদার। গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ছয়টার দিকে লোহাগড়া ইউনিয়নের টি চরকালনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে লোহাগড়া-নড়াইল সড়কে বদর খন্দকারকে কুপিয়ে জখম করা হয়। ওই দিন রাত নয়টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পরের দিন ২৫ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী নাজমিন বেগম ১৬ জনের নাম উল্লেখ করেন।