রূপনগর বস্তিতে আগুন, ঘর হারিয়েছে কয়েক হাজার মানুষ

0
996

বুধবার (১১ মার্চ) সকাল ৯টা ৪৫ মিনিটে রূপনগর বস্তিতে আগুনের সূত্রপাত হয়।
আগুনে কয়েক হাজার মানুষ ঘর হারিয়েছেন। যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে পাশের রাস্তায় আশ্রয় নিয়েছেন। অন্তত পাঁচ হাজার ঘর বস্তিতে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে সঠিক সংখ্যা কেউ বলতে পারেননি।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর বস্তির বাসিন্দারা যে যার মতো ঘরের আসবাবপত্র নিয়ে রাস্তায় আশ্রয় নিয়েছেন।
বস্তির ৩৪ নম্বর রোডে থাকতেন নাজমুল। তিনি বলেন, ৩২ নম্বর রোডের দিকে প্রথমে আগুন লেগেছে। কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে যায়। কিছু নিয়ে আসতে পারিনি।
ঘরের ফ্রিজ, খাটসহ আসবাবপত্র নিয়ে শিয়াল বাড়ি রোডে আশ্রয় নিয়েছেন রহিমা। তিনি বলেন, মাঝামাঝি জায়গায় প্রথমে আগুন লেগেছে। ঘরে যা পেয়েছি তা নিয়ে বের হয়েছি। আগুনে বস্তির প্রায় ৫০ শতাংশ ঘর পুড়ে গেছে।’
তবে স্থানীয়রা মনে করছেন,রাজধানীর মিরপুরে রূপনগরের ঝিলপাড় বস্তির অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে প্রভাবশালী মহল জড়িত।’ খবর বাংলা ট্রিবিউন

‘এই রূপনগরে বার বার অগ্নিকাণ্ড হচ্ছে। এখানকার বাসিন্দাদের অভিযোগ, কোনও একটা প্রভাশালী মহল, তারা ক্ষমতাসীনদের প্রশ্রয়ে বস্তি উচ্ছেদ করে এখানে হাউজিং বা প্লট নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছে।

‘এই বস্তিতে যারা বাস করে সবাই নিম্ন আয়ের মানুষ। এই বস্তি পুড়ে যাওয়ার ফলে তারা একেবারেই নিঃস্ব হয়ে গেছে। বার বার এগুলো ঘটার পরও কর্তৃপক্ষ বিশেষ কোনও ব্যবস্থা নিচ্ছে না।’ এমনকি অগ্নিকাণ্ডের ঘটনার অনেক দেরিতে ফায়ার সার্ভিসের গাড়ি আগুন নেভাতে আসায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকরোনা শনাক্তে শাহজালালে ‘সমন্বয়হীনতা’ ও দুর্বলতা
পরবর্তী নিবন্ধএক আ.লীগ সন্ত্রাসীকে হত্যা করলো আরেক সন্ত্রাসী আ.লীগ নেতা