বেহাল সড়কে ভোগান্তি ময়মনসিংহ সিটি করপোরেশনের সাধারণ মানুষের

0
982

ময়মনসিংহ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের ময়লা মোড় থেকে বগার মোড় হয়ে নদীর পাড় পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভোগান্তি বেড়েছে হাজার হাজার মানুষের। ব্যাহত হচ্ছে এলাকার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন।

সরেজমিনে গিয়ে কথা হয় চরকালিবাড়ি এলাকার জালাল উদ্দিন, মোজাম্মেল হোসেন, মুনসুর আলীর সঙ্গে। তারা বলেন, ৩২ নম্বর ওয়ার্ডে ঘনবসতিপূর্ণ এলাকা চরকালিবাড়ি। ময়লা মোড় থেকে বগার মোড় হয়ে নদীর পাড় পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার রাস্তাটি হচ্ছে এখানকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘ ৩০ বছর ধরে রাস্তায় কোনো সংস্কারকাজ না হওয়ায় প্রতিনিয়ত ভাঙছে সেটি, হয়ে গেছে সরু। শুকনো মৌসুমে ধুলাবালু আর বর্ষাকালে কাদায় থাকে পরিপূর্ণ। যায়যায়দিনের রিপোর্ট

স্থানীয় ধান ব্যবসায়ী আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা সিটি করপোরেশনের মধ্যে পড়েছি তাতে খুবই আনন্দিত ছিলাম। কয়েকদিন আগেও ৪০ টাকা শতাংশ হিসেবে জমির ট্যাক্স দিয়েছি। কিন্তু কই আমরা তো কোনো সিটির সুবিধা ভোগ করতে পারছি না। রাস্তাটার কারণে আমাদের এলাকায় কেউ আত্মীয় করতে চায় না। এভাবে আর কতদিন চলবে।’

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমক্কা-মদিনায় আন্তঃপ্রদেশীয় যাতায়াত অনির্দিষ্ট কালের জন্যে বন্ধ ঘোষণা
পরবর্তী নিবন্ধদু’মুঠো খাবার নিয়ে চিন্তিত কোটি কোটি ভারতবাসী