ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে ত্রাণ না পাওয়ায় এলাকাবাসী রাস্তা অবরোধ করেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন স্থানীয়রা।
বিডি প্রতিদিনের সূত্রে জানা যায়, গত রবিবার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সদর উপজেলা ৬ নং আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ী গ্রামের তিয়াস তিমু পাম্পের সামনে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন স্থানীয় ২ শতাধিক এলাকাবাসী।
স্থানীয়রা জানান, করোনাভাইরাসে কারণে আমরা কর্মহীন হয়ে পড়েছি। বার বার স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বলেও কোনো কাজ হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমে পড়েছি।
মোলানী পাড়া গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন জানান, করোনাভাইরাসের কারণে আমরা কোনো কাজ করতে পারতেছি না। আমার পরিবারের সবাই কয়েকদিন থেকে আলু সিদ্ধ করে খাচ্ছি। কোনো ত্রাণ সামগ্রী না পাওয়ায় বাধ্য হয়ে রাস্তায় আসছি।
এ সময় ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সাথে কথা বলে তাদের ত্রাণ সামগ্রী দিয়ে সহযোগিতা করার মৌখিক আশ্বাস দিলে স্থানীয়রা ফিরে যান।