রংপুরে সুরক্ষা সামগ্রীর দাবীতে, চিকিৎসকদের কর্মবিরতি

0
909
রংপুরে সুরক্ষা সামগ্রীর দাবীতে, চিকিৎসকদের কর্মবিরতি

করোনা আতঙ্কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের একাংশ প্রথম থেকেই কাজে যোগ দেয়নি। যারা কর্মরত ছিলেন তারাও বৃহস্পতিবার রাত থেকে কর্মবিরতি শুরু করেছেন। ফলে হাসপাতালের রোগীদের চিকিৎসাসেবা মারাত্মক ব্যাহত হচ্ছে।

কাজে যোগ না দেওয়া কয়েকজন চিকিৎসক জানান, দেশে করোনা প্রকোপ বৃদ্ধি পাওয়ার পর থেকেই তারা সুরক্ষা সামগ্রী চেয়ে আসছেন। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ইন্টার্ন চিকিৎসকদের সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন না। ফলে তারা কাজে যোগ দেননি। তবে সুরক্ষা নিশ্চিত হলে তারা কাজে যোগ দেবেন বলে জানান।

এদিকে হাসপাতালে কর্তব্যরত একজন ইন্টার্ন চিকিৎসক জানান, তারা নিজেদের জীবন বাজি রেখে রোগীদের সেবা দিয়ে আসছিলেন। অন্য চিকিৎসকরা অনুপস্থিত থাকায় তারা চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন। কেউ কাজ করবে কেউ করবে না এই অবস্থায় তারা কর্মবিরতিতে গিয়েছেন।

এদিকে, করোনায় দেশে এ পর্যন্ত ১০০ জন চিকিৎসক আক্রান্ত হয়েছেন।এছাড়া করোনায় আক্রান্ত রোগীর সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে আছেন প্রায় ৩০০ জন স্বাস্থ্যকর্মী।

এরমধ্যে নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছেন একজন। এছাড়াও মৃত্যু হয়েছে ডা. মো. মঈন উদ্দিন নামে এক চিকিৎসকের। এরমধ্যে তিনজন সুস্থ হয়ে ছুটি পেয়েছেন। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৫৩ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনে আছেন। গণমাধ্যমকে এ তথ্য জানান বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের (বিডিএফ) প্রধান সমন্বয়ক ডা. নিরূপম দাশ।

 

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমন্ত্রীর মালাউন গানম্যানের গুলিতে যুবক নিহত, আহত ১ জন
পরবর্তী নিবন্ধমিয়ানমারে সন্ত্রাসী সেনাবাহিনীর হামলায় নারী-শিশুসহ নিহত ৩২