ভিজিএফ’র চাল আত্মসাতের অভিযোগে শরীয়তপুরের কুচাইপট্টি ইউপি চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
কালের কন্ঠের সূত্র জানায়, মামলায় আসামি করা হয়েছে গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম নাসিরউদ্দীন স্বপন, ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মোফাচ্ছেল বেপারী ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শামীম বেপারীকে। আসামিরা খাদ্যবান্ধব কর্মসূচির উপকারভোগী কার্ডধারীদের জন্য বরাদ্দ ১ হাজার ৫৯০ কেজি চাল আত্মসাৎ করেছেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
গত রবিবার কুচাইপট্টি ইউনিয়নে বিশেষ বরাদ্দ হিসেবে মৎস্যজীবীদের মাঝে ৪০ কেজি করে ৬শ ৯২ জনকে চাল দেওয়ার কথা ছিলো। কিন্তু তাদের চাল কম দিয়ে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন স্বপন ৫৩ বস্তা চাল অন্যত্র সরিয়ে রাখেন।