খোরাসান | তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে কাবুল সরকারের ৬২ সেনা সদস্য।

1
638
খোরাসান | তালেবানদের কাছে আত্মসমর্পণ করেছে কাবুল সরকারের ৬২ সেনা সদস্য।

আফগানিস্তানের উত্তরের বালখ ও বাগলান প্রদেশের কয়েকটি জেলা থেকে ইমারতে ইসলামিয়ার কাছে নতুন করে আত্মসমর্পণ করেছে মুরতাদ কাবুল সরকারী বাহিনীর ৬২ সেনা সদস্য।

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান এর তালেবান মুখপাত্র মুহতারাম “জাবিহুল্লাহ মুজাহিদ” হাফিজাহুল্লাহ্ সোমবার (৬ জুলাই) তার টুইটার পাতায় গণমাধ্যমের কাছে একটি পাঠ্য বার্তা প্রেরণ করে বলেছেন যে, বালখ প্রদেশের চাহারবোলাক, চামতল, দৌলতাবাদ, কাশন্দী, জারা’আ, কালদার ও শুলগর জেলাগুলো থেকে ৪০ জন সরকারি সেনা ও পুলিশ কর্মকর্তা তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছেন।

এমনিভাবে বাগলান প্রদেশের “পুলখামারী” জেলা হতেও মুরতাদ কাবুল প্রশাসনের ২২ সেনা ও পুলিশ সদস্য তাদের পদ থেকে পদত্যাগ করে তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছেন।

তালেবান মুখপাত্র আরো লিখেছেন যে, তালেবানের দাওয়াহ ও গাইডেন্স কমিশন আত্মসমর্পণকারী সরকারী সৈন্যদের স্বাগত জানিয়েছেন, তাদেরকে সাধারণ জীবনে ফিরে আসার ব্যাবস্থা করে দিয়েছেন, এবং তাদের প্রত্যেককে একটি করে সুরক্ষা কার্ড দেওয়া হয়েছে।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবেশিরভাগ প্রকল্পে দ্বিগুণ সময় বাড়িয়েও অগ্রগতি মাত্র ২৬ শতাংশ : খরচ বেড়েছে দ্বিগুণ
পরবর্তী নিবন্ধশাম | স্নাইপার হামলায় নিহত হয়েছে আসাদ সরকারের এক সিনিয়র অফিসার।