
ইমারতে ইসলামিয়ার বিজয় যতটাই সন্নিকটে হচ্ছে, ততটাই মুরতাদ কাবুল সরকারি বাহিনীর প্রতিটি বিভাগেই এর প্রভাব পড়ছে। কাবুল সরকার কার্যত বর্তমানে একজন মেয়রের ভুমিকায় আছেন বলেই মনে করেন বিশ্লেষকরা।
তালেবানদের বিজয়ের এই প্রভাব সবচাইতে বেশি পড়ছে কাবুল সরকারের সামরিক বাহিনীতে, যার ফলে দেখা যাচ্ছে প্রতিদিনই কাবুলের সামরিক বাহিনী হতে ডজনে ডজনে সেনা ও পুলিশ সদস্য তালেবানদের কাতারে এসে শামিল হচ্ছে।
সাম্প্রতিক সময়ে তালেবানদের কাছে আত্মসমর্পণকারী সরকারি সৈন্য সংখ্যা প্রচুর পরিমাণ বৃদ্ধি পেয়েছে। তালেবানদের প্রকাশিত এক রিপোর্ট থেকে জানা গেছে, শুধু গত জুন মাসেই মুরতাদ কাবুল সরকারের সামরিক বাহিনী থেকে প্রায় ৯০০ জন সেনা ও পুলিশ সদস্য ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের জানবায তালেবান মুজাহিদদের কাছে আত্মসমর্পণ করেছে। এছাড়াও কয়েক হাজার সেনা তাদের সামরিক পদ ত্যাগ করে নিজেদের বাড়িঘরে ফিরে গেছেন।