পশ্চিম তীরে যুবককে গুলি করে হত্যা করলো সন্ত্রাসী ইসরায়েল।

0
730
পশ্চিম তীরে যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল।

অবৈধ রাষ্ট্র ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরে এক যুবককে গুলি করে হত্যা ও অপর জনকে মারাত্মক জখম করেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় খবরটি নিশ্চিত করেছে।

মিডলইস্টে মনিটর জানিয়েছেন, গতকাল (১০ জুলাই)নিহত ব্যাক্তি ইব্রাহিম মোস্তফা আবু-ইয়াকুব (৩৪) ও তার এক বন্ধু দখলদার বাহিনীর গুলিতে গুরুতর আহত হলে তাদের দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এর পর হাসপাতাল কর্তৃপক্ষ ইব্রাহিমের মৃত্যুর খবর ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা বলেছে যে, মোস্তফা তার কয়েকজন বন্ধুকে নিয়ে কেবল হাঁটতে বেরিয়েছিল, এ সময় সন্ত্রাসী সৈন্যরা তাকে কোন কারণ ছাড়াই গুলি করে।

অপর যুবক মুহাম্মদ আব্দুস সালাম আসাদ (১৭) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ইব্রাহিম মোস্তফা আবু-ইয়াকুবের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর মা বার বার মুর্ছা যাচ্ছিলেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন