শহীদ বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণ মুসলিমদের জন্য বেদনাদায়ক: মুফতি খালিদ সাইফুল্লাহ রাহমানী

0
767
শহীদ বাবরি মসজিদের স্থলে রামমন্দির নির্মাণ মুসলিমদের জন্য বেদনাদায়ক: মুফতি খালিদ সাইফুল্লাহ রাহমানী

ভারতের ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’- এর সেক্রেটারি মাওলানা খালিদ সাইফুল্লাহ রাহমানী বলেছেন, অবৈধভাবে অযোধ্যার বাবরি মসজিদ শহীদ করার পরে একইস্থানে রামমন্দির নির্মাণ মুসলিম উম্মাহর জন্য সবচেয়ে বেদনাদায়ক খবর। তিনি মসজিদের স্থলে মন্দির নির্মাণকে হিন্দুত্ববাদী আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছেন।

মঙ্গলবার ভারতীয় গণমাধ্যমে প্রেরিত ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’- এর এক বিবৃতিতে দেশটির শীর্ষ এই আলেম এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি জানান, বাবরি মসজিদের স্থলে যাতে রামমন্দির নির্মিত না হয়- এজন্য ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড’ হাইকোর্ট থেকে সুপ্রিমকোর্ট পর্যন্ত সর্বশক্তি দিয়ে আইনি লড়াই করেছে।এমনকি সুপ্রিমকোর্টের সিদ্ধান্তের পরে আমরা বিষয়টি পুনঃবিবেচনার জন্যও আহবান জানাই, কিন্তু আফসোস হলো- মন্দির ভেঙে বাবরি মসজিদ নির্মিত হয়নি- সুপ্রিমকোর্ট এই কথা স্বীকার করার পরও তাদের নিজস্ব বিশ্বাসের ভিত্তিতে এরকম ফায়সালা দিয়েছেন।

মুফতি খালেদ সাইফুল্লাহ রাহমানী আরো বলেন, সংখ্যাগরিষ্ঠের অসন্তুষ্টি দূর করতে সুপ্রিমকোর্টের পক্ষ থেকে এই রায় এসেছে- এখানে মুসলমানদের মতামত গ্রহণ করা হয়নি।

সূত্র: মিল্লাত টাইমস

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট | আল-শাবাব নিয়ন্ত্রিত ইসলামিক রাজ্যগুলিতে ঈদুল আযহা উপলক্ষে বিনোদনমূলক কার্যক্রমের দৃশ্য
পরবর্তী নিবন্ধআজ শহীদ বাবরি মসজিদের জায়গায় মালাউনদের রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন