ফিলিস্তিনি যুবতীকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনারা

1
727
ফিলিস্তিনি যুবতীকে গুলি করে হত্যা করলো ইসরায়েলি সেনারা

ইহুদিবাদী ইসরাইলি সেনারা ফিলিস্তিনের ডালিয়া আহমেদ সুলাইমান আস-সামুদি নামে ২৩ বছর বয়সী এক যুবতীকে গুলি করে হত্যা করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল-জাজিরা জানায়,গতোকাল শুক্রবার সকালে সন্ত্রাসী ইহুদি সেনারা দখলকৃত পশ্চিম তীরের উত্তরে জেনিন শহরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটায়। গুলিতে গুরুতর আহত হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

তথ্যসূত্র জানায়, শুক্রবার সকালে সন্ত্রাসী ইসরাইলি বাহিনী জেনিন শহরে প্রবেশ করে ফিলিস্তিনি বিক্ষোভকারীদের উপর সরাসরি গুলি চালায়। এ সময় নিজ বাড়িতে অবস্থানকারী সামুদি গুলিবিদ্ধ হোন।

পিআরসিএস পরিচালক মাহমুদ আল সা’দি বলেছেন, সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হলে হাসপাতালে নেবার জন্য অ্যাম্বুলেন্স আসে। এ সময় ওই অ্যাম্বুলেন্স লক্ষ করেও গুলি চালায় সন্ত্রাসী সেনারা।

নিহত ফিলিস্তিনি বোনটির একটি শিশুসন্তান রয়েছে। ইসরায়েলিদের বর্বরতায় শিশুটি মাতৃহারা হলো।

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন