বকেয়া বেতনের দাবিতে চা শ্রমিকদের আন্দোলন, উত্তাল শ্রীমঙ্গল

0
714
বকেয়া বেতনের দাবিতে চা শ্রমিকদের আন্দোলন, উত্তাল শ্রীমঙ্গল

বিভিন্ন স্লোগানে ও হাতের লেখা ফেস্টুন নিয়ে বিশাল এক মিছিলে বৃহস্পতিবার চা শ্রমিকরা উত্তাল করে তোলে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গল।

তারা অবিলম্বে চা শ্রমিকদের চুক্তি সম্পাদন ও শ্রমিকদের নতুন মজুরি, নতুন বোনাস প্রদানসহ বকেয়া টাকা ও বকেয়া বোনাস প্রদান করার দাবিতে সড়ক অবরুদ্ধ করে মানববন্ধন ও কর্মবিরতি পালন করে শহরের চৌমোহনা চত্বরে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শহরের কলেজ রোড হয়ে চৌমোহনা চত্বরে এসে জড়ো হয় সহস্রাধিক নারী-পুরুষ চাশ্রমিক।
এ সময় ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সকল সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

তাদের স্লোগান তুলেন- বকেয়া মজুরি পরিশোধ করতে হবে, করতে হবে, নতুন বোনাস দিতে হবে, পরিশোধ করতে হবে, ২৬০ টাকা মজুরি দিতে হবে, মানতে হবে, চা শ্রমিকের সংগ্রাম চলবে চলবে, আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে মানতে হবে, নতুন বোনাস নতুন এরিয়া দিতে হবে দিতে হবে, দুই মাসের মজুরির সমান বোনাস দিতে হবে মানতে হবে।

পরে আধাঘণ্টা পর চাশ্রমিকরা চৌমোহনা চত্বর ত্যাগ করে মিছিল নিয়ে শহরের স্টেশন রোড হয়ে চলে যায়।

এ সময় চা শ্রমিকরা বলেন, বর্তমানে মুজুরি ১০২ টাকা দিয়ে চাশ্রমিকদের সংসার চালানোসহ সন্তানদের লেখাপড়ার খরচ বহন করা সম্ভব হচ্ছে না। তাই শ্রমিকদের কমপক্ষে ৩০০ টাকা মজুরি ও দুর্গাপূজার আগেই চা শ্রমিকদের নতুন মজুরিসহ বেতনকাঠামো বাস্তবায়নের দাবি জানান তারা।

নয়া দিগন্ত

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধশেরপুরে নিজ বাড়িতে খুন সেনাসদস্যের স্ত্রী
পরবর্তী নিবন্ধফটো রিপোর্ট | শিক্ষার্থীদের নিয়ে তালেবানের সাংস্কৃতিক-সভা