খোরাসান | মসজিদ ও বাড়িঘরে কাবুল বাহিনীর হামলা, হতাহত ২১

1
895
খোরাসান | মসজিদ ও বাড়িঘরে কাবুল বাহিনীর হামলা, হতাহত ২১

ক্রুসেডার আমেরিকার গোলাম বাহিনী আফগানিস্তানের নানগারহার, কুন্দুজ ও বালখে নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর বিমান ও স্থল আক্রমণ চালিয়েছে। এতে  ২১ জন মুসলিম হতাহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পুতুল বাহিনী আফগানিস্তানের নানগারহার প্রদেশের খোগিয়ানী জেলায় গোলাগুলি চালিয়ে বেশ কয়েকটি বাড়িঘর বিধ্বস্ত করেছে। এই হামলার মাধ্যমে মুরতাদ কাবুল বাহিনী এক শিশু মেয়েকে শহীদ এবং মহিলা ও শিশুসহ আরো নয় জনকে আহত করেছে।

একইদিন বিকেলে বালখ প্রদেশের জের জেলার কেন্দ্রের একটি মসজিদে বিমান হামলা চালিয়ে ইমামকে শহিদ এবং আরো ৬ জনকে আহত করেছে মুরতাদ সৈন্যরা।

অপরদিকে গত মঙ্গলবার ও বুধবার মধ্যরাতে কুন্দুজ প্রদেশের খানবাদ জেলায় মুরতাদ কাবুল প্রশাসনের বিমানবাহিনী বোমা হামলা চালিয়েছিল, যার ফলস্বরূপ একটি ঘর এবং একটি মসজিদ ভেঙে পড়ে। একে এক শিশু শহীদ ও তিন জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

اناللہ وانآ الیہ راجعون

Shuhadaaaaaaaaaaa

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধখোরাসান | মুজাহিদদের হামলায় অন্তত ৬০ কাবুল সৈন্য হতাহত, ১১টি ট্যাঙ্ক ধ্বংস
পরবর্তী নিবন্ধখোরাসান | তালেবানে যোগদিলো আরো ৪৫ কাবুল সেনা