পশ্চিম তীরে আরো ৮০০ বাড়ি নির্মাণের ঘোষণা দখলদার ইসরায়েলের

0
707

অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতিস্থাপনকারীদের জন্য নতুন করে ৮০০ ঘর তৈরির ঘোষণা দিয়েছে। সোমবার আনুষ্ঠানিক এক বিবৃতিতে এ ঘোষণা দেয় সন্ত্রাসী নেতানিয়াহু।

বিবৃতিতে বলা হয়, বেইত এল, তাল মেনাশি, রেহেলিম, শাভেই শমরন, বারকান, কারনেই শমরন ও গিভাট জিভে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য নতুন এই ঘর তৈরি করা হবে। তবে কবে থেকে নতুন এই বসতিগুলোর নির্মাণকাজ শুরু হবে, বিবৃতিতে তা জানানো হয়নি।

ইসরায়েলের বসতি নির্মাণের এই কার্যক্রমকে নিন্দা জানিয়ে আসছে ফিলিস্তিনিরা। ১৯৬৭ সালের ছয়দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর পুরো ফিলিস্তিন ভূখণ্ড দখল করে নেয়ার পর কুখ্যাত ইহুদি সন্ত্রাসীরা অব্যাহতভাবে ফিলিস্তিনি ভূখণ্ডে বসতি নির্মাণ করে চলেছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের বসতি নির্মাণের এই কার্যক্রমকে বেশিরভাগ দেশই অবৈধ হিসেবে বিবেচনা করে।

বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেমে ইসরায়েলের নির্মিত এক শ’র বেশি বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করছে।

সূত্র: রয়টার্স

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তান | পুলিশ গাড়িতে টিটিপির বোমা হামলা, একাধিক পুলিশ সদস্য হতাহত
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে কাবুল বাহিনীর বিমান হামলায় ১৮ বেসামরিক নাগরিক নিহত