ইসরায়েলে বিমান ফ্লাইট উড়তে অস্বীকার করায় আমিরাতে পাইলট বরখাস্ত

0
552
ইসরায়েলে বিমান ফ্লাইট উড়তে অস্বীকার করায় আমিরাতে পাইলট বরখাস্ত

ইসরায়েলে বিমান ফ্লাইট পরিচালনা করতে অস্বীকার করায় আমিরাতের বিমান সংস্থা তিউনিসিয় একজন পাইলটকে সাময়িক বরখাস্ত করেছে।

বরখাস্ত পাইলটের নাম মুনেম সাহেব তাবা। তিউনিসিয় এই বীর দখলদার ইসরাইলের সাথে মুসলিম রাষ্ট্রগুলোর কূটনৈতিক সম্পর্ককে মেনে নিতে পারেন নি। তাই তিনি ইসরায়েলে বিমান ফ্লাইটে অস্বীকৃতি জানান। ফলে ত্বগুত আমিরাতি সরকার তাকে বরখাস্ত করে।

বরখাস্তকৃত পাইলট তাঁর ফেসবুক পেজে এই বরখাস্তের বিয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা’ই আমার সাহায্যকারী, চাকরি থেকে দরখাস্তের বিষয়টি আমি পরোয়া করি না’। খবর মিডল ইস্ট মনিটর।

বরখাস্তের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকই আরব আমিরাতের তীব্র সমালোচনা করেন। ইসরায়েল ও আরব রাষ্ট্রেগুলোর মধ্যে কুটনৈতিক সম্পর্ক চুক্তির বিরোধিতায় পাইলটের অবস্থানের জন্য অনেকেই তাঁর প্রশংসা করেছেন।

সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং সম্প্রতি মরক্কো দখলদার সন্ত্রাসী ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

উল্লেখ্য যে, তিউনিসিয়া এবং আলজেরিয়া উভয়ই ইসরায়েলি বিমানকে তাদের বিমানবন্দর ও আকাশপথ ব্যবহার করতে দেন না। ফলে ইসরায়েল বাধ্য হয়ে ইউরোপের বিমানবন্দর ও আকাশপথ ব্যবহার করে।

সম্প্রতি ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সৌদি আরবে আকাশপথ ব্যবহার করে সরাসরি ফ্লাইট পরিচালনা শুরু করেছে। যা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্পষ্ট বিরোধিতা বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে বিজয়ী কাউন্সিলকে কুপিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধপূর্বাচলে নামাজের সময় উস্তাদ, ছাত্র ও মুসল্লীদের উপর সন্ত্রাসী হামলা, মামলা নেয়নি পুলিশ