ভারতে পোলিও টিকার ড্রপে ভরে শিশুদের খাওয়ানো হলো স্যানিটাইজার

0
720
ভারতে পোলিও টিকার ড্রপে ভরে ১২ শিশুকে খাওয়ানো হলো স্যানিটাইজার

ভারতে পোলিও বোতলে স্যানিটাইজার ভরে তা শিশুদের শরীরে প্রয়োগের ঘটনা ঘটেছে। দেশটির মহারাষ্ট্রের যুবতমল জেলায় প্রাথমিক বিদ্যালয়ের পোলিও ক্যাম্পে এ ঘটনা ঘটে। ওই এলাকা মুম্বাই শহর থেকে ৭০০ কিলোমিটারে দূরে।

মঙ্গলবার ভারতের সংবাদমাধ্যম জিনিউজ এ খবর প্রকাশ করেছে।

যুবতমল জেলা পরিষদ সিইও শ্রী কৃষ্ণ পাঞ্চাল বলেছে, ৫ বছরের কম ১২ শিশুকে পোলিও ড্রপে স্যানিটাইজার খাওয়ানো হয়েছে। এক শিশু হঠাৎ বমি করা শুরু করে এবং তার শরীর খারাপ হয়ে যায়। এরপরই গোটা ঘটনা প্রকাশ্যে আসে। বন্ধ করা হয় পোলিও ক্যাম্প। এখনও ওই ১২ শিশুকে চিকিৎসাধীন রাখা হয়েছে।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফিরে দেখা শেখ মুজিবের শাসনকাল (পর্ব: ৫)
পরবর্তী নিবন্ধআল-ফিরদাউস সংবাদ সমগ্র || জানুয়ারি, ২০২১ঈসায়ী ||