উইঘুর এক্টিভিস্ট ইদ্রিস হাসান মরক্কো বাহিনী কর্তৃক আটক

1
975
উইঘুর এক্টিভিস্ট ইদ্রিস হাসান মরক্কো বাহিনী কর্তৃক আটক
উইঘুর এক্টিভিস্ট ইদ্রিস হাসানকে মরক্কো নিরাপত্তা বাহিনী কর্তৃক আটক করা হয়েছে।
গত ১৯/০৭/২০২১ তারিখে তিনি ইস্তাম্বুল থেকে মরক্কোতে যান এবং সেখানেই তাকে আটক করে মরক্কো’র নিরাপত্তা বাহিনী।
চীনা কর্তৃপক্ষ তাকে হস্তান্তর করতে বলেছে। যদি তাকে পাঠানো হয়, তবে তাকে কন্সেনট্রেশান ক্যাম্পে নেওয়া হবে। চালানো হবে অমানবিক নির্যাতন, বাধ্য করা হবে ইসলাম ত্যাগে!

১টি মন্তব্য

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু-কাশ্মীরের ১৪ জায়গায় হয়রানিমূলক অভিযান চালাচ্ছে ভারতীয় এনআইএ
পরবর্তী নিবন্ধজীবনের ঝুঁকি নিয়ে মুরগির খাঁচাসহ বিভিন্ন মাধ্যমে ঢাকায় ফিরছে মানুষ