দখলদার ইসরায়েল দখলকৃত জেরুজালেমে গত দুই মাসে অন্তত ৫২টি ফিলিস্তিনি স্থাপনা ভেঙে দিয়েছে।
কয়েকটি মানবাধিকার সংগঠনের সূত্রে এ খবর দিয়েছে ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদুস নিউজ নেটওয়ার্ক। খবরে বলা হয়, গত জুন-জুলাই মাত্র দু’মাসে এ বর্বরতা চালায় সন্ত্রাসী ইসরায়েল। ভেঙে ফেলা ভবনগুলোর মধ্যে বেশিরভাগই আবাসিক ভবন ছিল। এ ঘটনায় ভুক্তভোগী ফিলিস্তিনির সংখ্যা অনেক।
অন্যদিকে, ফিলিস্তিনি বন্দি কমিশন এক বিজ্ঞপ্তিতে জানায়, গত জুলাই মাসে ৯৮ জন মাজলুম ফিলিস্তিনিকে গ্রেফতার করে নিয়ে যায় অভিশপ্ত ইসরায়েল। এদের মধ্যে নারী-শিশুও রয়েছে। যাদের বেশিরভাগই দখলকৃত পশ্চিম তীর থেকে গ্রেফতার করা হয়।