উত্তরপ্রদেশে পুলিশি হেফাজতে ২১ বছর বয়সী এক মুসলিম যুবকের মৃত্যু হয়েছে। কাশগঞ্জ জেলার বাসিন্দা ওই যুবকের নাম আলতাফ, পেশায় শ্রমিক।
হিন্দু ধর্মালম্বী এক কিশােরীকে অপহরণের মিথ্যে অভিযােগ তুলে গত মঙ্গলবার ঐ যুবককে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়। তারপরই রহস্যজনকভাবে মৃত্যু হয় যুবকের। সন্ধ্যায় থানার শৌচাগারের সামনে থেকে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়।
মৃতের পরিবার অভিযোগ, তাকে লকআপে পুলিশ নির্যাতন করেছে, যার ফলে তার মৃত্যু হয়েছে।
কাসগঞ্জের পুলিশ সুপার (এসপি) বোত্রে রোহন প্রমোদ স্বীকার করেছে যে, আলতাফকে মঙ্গলবার সকালে একটি মেয়ের সাথে পালিয়ে যাওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল।
আলতাফের পরিবার তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করে। যেখানে ময়নাতদন্ত করা হচ্ছিল হাসপাতালের বাইরে বিক্ষোভ করে তারা।
পুলিশ হেফাজতে ছেলে আলতাফকে হত্যার অভিযোগ তুলে পিতা চান্দ মিয়া বলেন, “কাসগঞ্জ পুলিশ ৮ নভেম্বর রাত ৮টার দিকে আমার বাড়িতে আসে। আমার ছেলেকে মেয়ের সঙ্গে পালিয়ে যাওয়ার সন্দেহে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পুলিশের অভিযোগ শুনে আমি নিজেই আমার ছেলে আলতাফকে পুলিশে সোপর্দ করি। পুলিশ ঘণ্টাখানেক পর তাকে ছেড়ে দেওয়ার আশ্বাস দিলেও কয়েক ঘণ্টা পরও সে ফেরেনি। পরে শুধু তার মৃত্যুর খবর আমাদের কাছে পৌঁছেছে।”
চান্দ মিয়া বলেন, “আজ সকালে যখন আমি পুলিশ ফাঁড়িতে তার খোঁজ খবর নিতে যাই, তখন তারা আমাকে অপমান করে বের করে দেয়,”
চান্দ মিয়া আরো বলেন, “আমার ছেলে শারীরিকভাবে ফিট ছিল। পুলিশ তাকে অত্যাচার না করলে সে কিভাবে মারা যায়?
“আমরা বারবার আধিকারিকদের জিজ্ঞাসা করেছি কিভাবে আলতাফ মারা গেছে এবং শৌচাগার কোথায় ছিল কিন্তু কিছুই বলা হয়নি। তারা থানায় ফিট করা সিসিটিভি ফুটেজ দিতেও অস্বীকৃতি জানায় বলে,” তিনি দাবি করেন।
তবে আলতাফের বাবা চান্দ মিয়া সাংবাদিকদের বলেন, “আমি আমার সন্তানকে পুলিশের হাতে তুলে দিয়েছি। তবে তারা তাকে ফাঁসিতে লটকিয়ে হত্যা করেছে। শুধুমাত্র মেয়েটিকে নিয়ে পালিয়ে যাওয়ার সন্দেহে তারা তাকে হত্যা করে। তাকে তুলে নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়নি। তাকে ক্রমাগত পুলিশ লক আপে রাখা হয় এবং পরে তাকে হত্যা করা হয়।”
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত এসএইচও রমেশ প্রসাদ বলেছে, ময়নাতদন্তের রিপোর্টে ফাঁসিতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
তথ্যসূত্র:
======
১। Altaf’s ‘Custodial Murder’ in Uttar Pradesh & Absence of CCTV in Police Stations
https://tinyurl.com/ranrywdm
২। https://tinyurl.com/evtt98cp
৩। Altaf’s father, Chand Miyan spoke to reporters..video
https://tinyurl.com/3jzpdf74