পশ্চিমা সমর্থিত সোমালিয় গাদ্দার সেনাবাহিনীর উপর পৃথক হামলা চালিয়েছেন ইসলামিক প্রতিরোধ বাহিনীর বীর যোদ্ধারা। যাতে ৬ এরও বেশি সেনা সদস্য নিহত ও আহত হয়েছে।
শাহাদাহ্ নিউজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ৯ নভেম্বর মঙ্গলবার পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় পশ্চিমাদের গোলাম সোমালি সরকারি বাহিনীর উপর ৫টি পৃথক অপারেশন পরিচালনা করেছেন ইসলামিক প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব।
সূত্র অনুযায়ী, এসব অভিযানের মধ্যে সোমালিয়ার আউদাকলী শহরে পরিচালিত অভিযানে ৩ এরও বেশি সোমালি গাদ্দার সেনা হতাহত হয়।
একইভাবে রাজধানী মোগাদিশুর হামরাউনি জেলায় আশ-শাবাবের নিরাপত্তা বাহিনীর সদস্যরা একটি টার্গেট কিলিং অপারেশন চালান। যাতে সোমালি উচ্চপদস্থ এক পুলিশ অফিসার নিহত হয়, সেই সাথে তার দেহরক্ষী গুরুতর আহত হয়।
এদিন যুবা রাজ্যের কাসমায়ো শহরেরও একটি সফল অভিযান চালিয়েছেন মুজাহিদগণ। যাতে কমপক্ষে ১ সেনা সদস্য গুরুতর আহত হয়েছিল।
অপরদিকে শাবেলী সুফলা রাজ্যের আউদাকলি জেলার উপকণ্ঠে গাদ্দার সরকারি মিলিশিয়াদের একটি সামরিক কনভয়ে অতর্কিত হামলাও চালান মুজাহিদগণ। যাতে গাদ্দার সেনাবাহিনীর জান-মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
সবশেষে গাদ্দার সেনারা মুজাহিদদের সামনে টিকতে না পেরে পিছু হটে এবং কেন্দ্রীয় আউদাকলী জেলায় পালিয়ে যেতে বাধ্য হয়। অর্থাৎ তারা মুজাহিদদের বিরুদ্ধে অভিযান চালাতে যেই গর্ত থেকে বের হয়ে এসেছিল সেই গর্তেই আবারো প্রবেশ করে।