‘দয়া করে আমাদের উদ্ধার করুন’- সৌদিতে আটক উইঘুর মুসলিম নারীর আকুতি

2
1446
‘দয়া করে আমাদের উদ্ধার করুন’- সৌদিতে আটক উইঘুর মুসলিম নারীর আকুতি

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে- একজন উইঘুর মুসলিম নারী ও তাঁর ছোট মেয়েকে চীনে ফেরত পাঠানোর জন্য আটক করে নিয়ে যাচ্ছে সৌদি পুলিশ।

উইঘুর মুসলিমদের ওপর চীন প্রশাসনের অমানবিক নির্যাতন থেকে বাঁচতে তুরস্কে গিয়েছিলেন বুলেইকিমো নামের সেই উইঘুর মুসলিম নারী। তাঁর সাথে ছিলো তাঁর ১২ বছরের ছোট মেয়েও। সেখান থেকে মক্কায় উমরাহ্‌ করতে এসেছিলেন তাঁরা। কিন্তু উমরাহ্‌ করতে এসে তাঁদের আটক হতে হয় সৌদি প্রশাসনের কাছে।২০২০ সালে চীন থেকে পালিয়ে তুরস্কতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু এবার উমরাহ্‌ করার উদ্দেশ্যে সৌদিতে এসে খোদ মুসলিম প্রশাসন দ্বারাই যে এভাবে আটকের শিকার হবেন তা হয়তো ভাবতেও পারেননি সেই অসহায় নারী। টুইটারের সেই ভিডিওতে দেখা যায় যে তাঁর ছোট মেয়েকে ও তাঁকে পুলিশের গাড়িতে করে বিমানবন্দর নিয়ে যাওয়া হচ্ছে।

সেই সময় তাঁদের চারপাশে ছিলো পুলিশি গাড়ি। ভিডিওতে সেই নারী কাঁদতে কাঁদতে তাঁদের উদ্ধার করার আকুতি জানাচ্ছিলেন।

উক্ত দুইজন মুসলিম ছাড়াও আরও দুইজন উইঘুর মুসলিম পুরুষকে আটক করেছে সৌদি প্রশাসন, যাদের একজন সেই মুসলিম নারীর প্রাক্তন স্বামী।

এভাবেই বছরের পর বছর ধরে মুসলিম জাতির সাথে বিশ্বাসঘাতকতা করে আসছে সৌদির নামধারী মুসলিম শাসকেরা।


 

তথ্যসূত্র:
1. This is what happened to four Uyghur Muslims including a child
https://tinyurl.com/4kknjaxy

2 মন্তব্যসমূহ

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধব্রেকিং নিউজ || অখণ্ড ভারত তৈরীতে বাধা দিলে কঠিন পরিণতির হুমকি হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ‘আরএসএস’ প্রধানের
পরবর্তী নিবন্ধপাক-তালিবানের বীরত্বপূর্ণ হামলায় ১৩ নাপাক সেনা হতাহত