ছেলেকে পড়তে পাঠানোর ‘অপরাধে’ উইঘুর মুসলিম নারীর ১৬ বছরের কারাদণ্ড

ইউসুফ আল-হাসান

1
1220
ছেলেকে পড়তে পাঠানোর অপরাধে ১৬ বছরের কারাদণ্ড দিল উইঘুর মাকে

পূর্ব তুর্কিস্তান এখন প্রথিবির সবচেয়ে উন্মুক্ত কারাগারে পরিণত হয়েছে। সেখানেই এবার উইঘুরের এক মুসলিম নারীকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছে দখলদার চীন সরকার।

সম্প্রতি বার্তা সংস্থা ডোম (DOAM) এর একটি প্রতিবেদনে বলা হয়, ছোট্ট সন্তানকে ইসলামি শিক্ষা প্রদান করতে মিশরে প্রেরণ করেন এক উইঘুর মা। তিনি স্বপ্ন দেখেছিলেন যে, তাঁর সন্তান পরিবারের জন্য ভালো কিছু বয়ে আনবে। কিন্তু এই স্বপ্নই তাঁর জন্য বিপদ হয়ে দাঁড়ালো। এ জন্য চীন সরকার ২০১৮ সালে তাঁকে গ্রেফতার করে। পরে ১৬ বছর কারাদণ্ডের জঘন্য রায় দেয়া হয়।

চীনা দখলদার সরকার পূর্ব তুর্কিস্তানে ইতিহাসের সবচেয়ে জঘন্য নিপিড়ন চালাচ্ছে। শিক্ষা মানবাধিকারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলেও চীনা নাস্তিক্যবাদীদের কাছে মুসলিমদের মানবাধিকার কানাকড়িও নেই।


 

তথ্যসূত্র:
——
1. Uyghur Muslim Mother Sentenced To 16 Years In Prison For Sending Her Son To Study
https://tinyurl.com/32d9ndcs

১টি মন্তব্য

Leave a Reply to abamul hoque প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনা ফাঁসো | কারাগার থেকে ৩ কমান্ডার সহ এক ডজনেরও বেশি মুজাহিদকে মুক্ত করল আল-কায়েদা
পরবর্তী নিবন্ধনাইজেরিয়ায় ফের আইএসের ২টি গ্রুপের মধ্যে সংঘর্ষ, উপকৃত হচ্ছে আনসারু