সোমালিয়ায় দখলদার বাহিনী কর্তৃক ৮ শিশু অপহরণ

0
788
সোমালিয়ায় দখলদার বাহিনী কর্তৃক ৮ শিশু অপহরণ

দখলদার বিদেশী সামরিক ইউনিট সোমালিয়ার কেন্দ্রীয় অংশে অন্তত ৮ শিশুকে অপহরণ করেছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দখলদার আফ্রিকান ইউনিয়ন সোমালিয়া ট্রানজিশন মিশন’ (এটিএমআইএস) এর বুরুন্ডিয়ান সামরিক বাহিনী ৮ শিশুকে অপহরণ করেছে।

আঞ্চলিক সূত্রগুলো জানিয়েছে যে, ৮ শিশুকে প্রচন্ড মারধর করার পর অপহরণ করা হয়। এই ঘটনার সময় শিশুদের জোরপূর্বক সামরিক ইউনিফর্ম এবং অস্ত্র পরিয়ে ছবি তোলা হয়। ধারণা করা হচ্ছে, আশ-শাবাব সদস্য হিসেবে দেখানোর জন্য শিশুদের এভাবে ছবি তোলা হয়েছে।

এই ঘটনার পর স্থানীয় লোকজন শহরগুলোতে বিক্ষোভ করেছেন। পাশাপাশি তারা দেশটি থেকে দখলদারিত্বের অবসানের আওয়াজ তুলেছেন।

উল্লেখ্য যে, মে মাসের শুরুতে, দেশটির রাজনৈতিক ও সামরিক অঙ্গনে সবচাইতে শক্তিশালী ইসলামি প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন সোমালিয়ায় একটি বড়ধরণের সামরিক অপারেশন পরিচালনা করে। যা দেশটির ‘আইল বারাফ’ অঞ্চলে অবস্থিত দখলদার বুরুন্ডিয়ান বাহিনীর একটি সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তু করে চালানো হয়। এতে প্রায় ২০০ বুরুন্ডিয়ান সেনা নিহত হয় এবং আরও কয়েক ডজন সৈন্য আহত হয়।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকোরআন শিক্ষা দেওয়ায় চীনে খুন এক উইঘুর শিক্ষক
পরবর্তী নিবন্ধমালিতে তীব্রতর হচ্ছে রুশ বাহিনী কর্তৃক বেসামরিক নাগরিক গণহত্যা