মালিতে জাতিসংঘের সামরিক কনভয়ে আল-কায়েদার হামলা: ১৪ সেনা হতাহত

0
949

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘের নীল হেলমেটধারী দখলদার সেনাদের ২টি কাফেলায় অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৪ সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।

আঞ্চলিক সংবাদ সূত্র মতে, গত ২৮ মে শনিবার সকালে, মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলিয় আজলাহোক শহর অতিক্রম করছিল দখলদার জাতিসংঘের লজিস্টিক একটি সামরিক কনভয়। যা রাস্তার ধারে পুঁতে রাখা একটি বিস্ফোরক ডিভাইস অতিক্রম করার সময় বিস্ফোরণের কবলে পড়ে। এতে একটি সাঁজোয়া যান সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। সেই সাথে বিস্ফোরণের ঘটনায় জাতিসংঘের নীল হেলমেদধারী দখলদার বাহিনীর ৯ সেনা আহত হয়। পরে যাদেরকে চিকিৎসার জন্য কাছের একটি সামরিক চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়।

এই হামলার ঘটনার একদিন আগে, অর্থাৎ ২৭ মে শুক্রবার সন্ধ্যায়, দেশটির তিম্বকটু রাজ্যের টোঙ্কা-গুন্ডাম এলাকায় জাতিসংঘের নীল হেলমেটধারি আরও একটি সামরিক কনভয় হামলার শিকার হয়। এখানেও সামরিক কনভয় টার্গেট করে একটি বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এরমধ্যমে সাঁজোয়া যানটি উড়িয়ে দেওয়া হয়। ফলশ্রুতিতে ঐদিন জাতিসংঘের আরও ৫ সৈন্য হতাহত হয়।

স্থানীয় গণমাধ্যম সূত্র মতে, বৈশ্বিক ইসলামি প্রতিরোধ বাহিনী আল-কায়েদা সংশ্লিষ্ট ‘জেএনআইএম’ এর বীর যোদ্ধারা এই হামলাগুলো চালিয়েছেন। যারা এই অঞ্চলগুলিতে দিন দিন শক্তিশালী হয়ে উঠছেন।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআশ-শাবাব ‘বৃহত্তর, শক্তিশালী এবং সাহসী’ হয়ে উঠেছে: আমেরিকা
পরবর্তী নিবন্ধটিটিপি ও পাক-সরকারের মধ্যে শান্তি আলোচনা, আলোর মুখ দেখবে তো?