‘অজ্ঞাত’ গেরিলাদের গুলিতে বিজেপি নেতা নিহত

0
1254

ভারতে মুসলিম বিদ্বেষের আগুন ঘি ঢালছে হিন্দুত্ববাদী নেতারা। তাদের উসকানি আর সহযোগিতায় উগ্র হিন্দুরা মুসলিমদের উপর হামলা চালাচ্ছে। মুসলিমমুক্ত অখণ্ড ভারত নির্মাণের ঘোষণা দিচ্ছে। তারা ধরেই নিয়েছে, মুসলিমদের উপর যতই কিছু করুক তাদের কোন সমস্যা হবে না। তাদেরকে কেউ বাধা দিতে পারবে না। কিন্তু তারা ভুলেই গেছে, তাদের এসব অন্যায়ের জবাব দেওয়ারও কেউ আছে।

দিল্লি সংলগ্ন গুরুগ্রামে গত ০১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দিবালোকে এক হিন্দুত্ববাদী বিজেপি নেতাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত ব্যক্তিরা। শহরের সবচেয়ে যানজটপূর্ণ এলাকা সদর বাজারের রেমন্ড শোরুমের ভেতরে এই ঘটনা ঘটে। ঘটনার পর হামলাকারীরা নিরাপদেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিজেপি কর্তৃক নির্যাতনের শিকার মুসলিমদের অন্তরে কিছুটা হলেও সিতলতা দইয়েছে এই ঘটনা।

সংবাদ সূত্রে জানা গেছে, সোহনা মার্কেট কমিটির ভাইস চেয়ারম্যান সুখবীর ওরফে সুখী বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে গুরুগ্রামের সদর বাজারের গুরুদ্বারা রোডে রেমন্ডের শোরুমে যায়। সেসময় ৪-৫ জন অস্ত্রধারী ব্যক্তি শোরুমে প্রবেশ করে গুলি চালায় তাকে লক্ষ্য করে। তারা ১০ রাউন্ডের বেশি গুলি চালায় বলে জানা গিয়েছে। এরপর রক্তাক্ত সুখবীরকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হলে চিকিত্‍সকরা তাকে মৃত বলে ঘোষণা করে। গুলি চলার সময় শোরুমের ভেতরে উপস্থিত কর্মচারীরা প্রাণভয়ে আত্মগোপন করে কেউ তাকে বাঁচাতেও আসেনি।

শোরুমের কর্মচারীরা জানিয়েছেন যে সুখবীর কয়েকদিন আগে তার কুর্তা-পাজামা সেলাই করতে দিয়েছিল, যা সে এদিন নিতে আসে। তখনই এ ঘটনা ঘটে। এ ঘটনা আগেও বেশ কয়েকজন হিন্দুত্ববাদী নেতাদের উপর টার্গেট কিলিং চালিয়েছে ‘অজ্ঞাত’ ব্যক্তিরা। তবে ঘটনাটি যে হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে ‘মুসলিম গণহত্যায়’ ইন্ধন জোগানোর জন্যও ঘটানো হয়ে থাকতে পারে, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা; যদিও ঘটনার প্যাটার্ন এরকম সম্ভাবনার কথা বলছে না।



তথ্যসূত্র :
——–
১. গুরগাঁওয়ে বিজেপি নেতাকে গুলি করে খুন! কাপড়ের দোকানে ঢুকতেই ঝাঁঝরা হল শরীর
https://tinyurl.com/2w8zfrd6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকি-সেনাদের উপর টিটিপির প্রতিরক্ষামূলক হামলা, ৭ গাদ্দার সেনা হতাহত
পরবর্তী নিবন্ধজায়নিস্ট আগ্রাসন || দুই দিনে দিনে ৪ ফিলিস্তিনি খুন করলো সন্ত্রাসী ইসরাইল