‘আমার ছেলে কাঁদছে’, বলছেন হিন্দুত্ববাদী পুলিশের গ্রেফতার করা মুসলিম শিশুর মা

সাইফুল ইসলাম

0
518

ভারতের বিহার রাজ্যের সিওয়ানে উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিমবিরোধী সহিংসতার সময় গত ৮ই সেপ্টেম্বর ৮ বছর বয়সী রিজওয়ান নামে এক মুসলিম নাবালক ছেলেকে গ্রেফতার করেছে বিহারের হিন্দুত্ববাদী পুলিশ। একইসাথে শিশুটির ৭০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধ দাদাকেও গ্রেফতার করা হয়েছে। হিন্দুত্ববাদী পুলিশ এখনও তাদের মুক্তি দেয়নি, বরং অর্থ চাচ্ছে বলে জানিয়েছেন শিশুটির মা।

রিজওয়ানের মা গণমাধ্যমকে বলেন, ‘আমার পুত্র তার দাদার সাথে মসজিদে নামাজ আদায় করতে যাচ্ছিল। পথিমধ্যে পুলিশ তাদেরকে তুলে নিয়ে যায়। সহিংসতা শুরু হওয়ার পরের ঘটনা এটি। এ বিষয়ে আমরা কিছু জানতাম না। রাত ১১টার দিকে জানতে পারি যে, তারা দুজনে পুলিশের কাছে আছে।’
‘পুলিশ আমার সন্তানের সাথে কথা বলার অনুমতিও দেয়নি’ বলছিলেন রিজওয়ানের মা, ‘আদালত থেকে আমাকে আমার সন্তানের পরিচয়ের প্রমাণ নিয়ে আসতে বলার পর আমি আবারও সেখানে যাই। আমার সন্তানের সাথে দেখা করতেই সে কান্না শুরু করে দেয়। আর জিজ্ঞাসা করতে থাকে, কখন সে বাড়ি ফিরতে পারবে।’

তিনি আরও বলেন, ‘১২০০০ রুপি দিলে পুলিশ রিজওয়ানকে মুক্তি দেবে বলেছে। কিন্তু এত টাকা আমি কোথায় পাব? আমরা গরিব, এত টাকা সংগ্রহের সামর্থ্য আমাদের নেই।’

এভাবে পরিবার শিশুটির জন্মনিবন্ধন সনদ উপস্থাপন করলেও হিন্দুত্ববাদী পুলিশ তার মুক্তির জন্য টাকা দাবি করছে।

উল্লেখ্য, গত ৮ই সেপ্টেম্বর বিকালে একদল হিন্দুত্ববাদী সন্ত্রাসী মহাবীর আখড়ার একটি র‌্যালি আসরের নামাজের সময় মসজিদের পাশ দিয়ে যায়। এসময় হিন্দু সন্ত্রাসীরা বিভিন্ন সাম্প্রদায়িক স্লোগান দিতে থাকে এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মসজিদ ও দোকানপাটে ভাঙ্গচুর চালায়। মুসলিমরা এ ঘটনার প্রতিবাদ করলে হিন্দু সন্ত্রাসীদের সাথে সংঘর্ষ শুরু হয়। এরপর এ ঘটনায় হিন্দুত্ববাদী পুলিশ ২৫জন মুসলিম এবং মাত্র ১০জন হিন্দুকে গ্রেফতার করেছে। গ্রেফতার হওয়া মুসলিমদের মাঝে আছে ৮ বছর বয়সী শিশু রিজওয়ান এবং তার ৭০ বছর বয়সী অসুস্থ বৃদ্ধ দাদা।



তথ্যসূত্র:
——–
1. Bihar: “My son is crying,” says mother as 8-year-old Muslim kid remains in custody, Maktoob;
https://tinyurl.com/yymbn2zk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজায়নিস্ট আগ্রাসন | ফিলিস্তিনি নারীকে বন্দী করল ইসরাইলি বাহিনী
পরবর্তী নিবন্ধফের মার্কিন গণহত্যা সোমালিয়ায় : নিহত ৩০ বেসামরিক মুসলিম