“সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ ইসলামি শাসনকে স্থিতিশীল করে”: আমিরুল মুমিনিন

সাইফুল ইসলাম

1
980
আমিরুল মু'মিনিন শায়খুল হাদীস মৌলভি হিবাতুল্লাহ আখুন্দজাদাহ্ (হাফিজাহুল্লাহ্)

ইসলামি ইমারত আফগানিস্তানের সুপ্রিম লিডার, সম্মানিত আমিরুল মুমিনিন শাইখুল হাদিস মৌলভী হাইবাতুল্লাহ আখুন্দজাদা ইমারার আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার (সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ) মন্ত্রণালয়ের ৩৪টি প্রদেশের প্রধানদের সাথে সাক্ষাত করেছেন। ইসলামি ইমারতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ ১২ই ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আমিরুল মুমিনিন উক্ত মন্ত্রণালয়ের প্রাদেশিক প্রধানদেরকে ধৈর্য ও উদ্যমতার সাথে তাঁদের দায়িত্ব পালন করতে পরামর্শ দিয়েছেন। সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ ইসলামি আইনের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য-উদ্দেশ্য উল্লেখ করে তিনি বলেন, এগুলো ইসলামি শাসনকে দৃঢ়তা দেয়, স্থিতিশীল করে। এছাড়া সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করা মুসলিমদের দায়িত্বও।

আমিরুল মুমিনিন ‘আমর বিল মারুফ ও নাহি আনিল মুনকার’ মন্ত্রণালয়ের কর্মকাণ্ডের প্রতি সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তাঁদের এই কর্মপ্রচেষ্টা আসলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ। এরপর তিনি এই মন্ত্রণালয়ের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং এর উত্তরোত্তর সফলতা কামনা করে দোয়া করেন।

পরে মন্ত্রণালয়টির প্রধানগণ নিজেদের ভাবনা ও পরামর্শগুলো আমিরুল মুমিনিনের সাথে বলেন এবং এক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতা করার নিশ্চয়তা দেন।

উল্লেখ্য, বৈঠকটিতে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজউদ্দীন হক্কানিও উপস্থিত ছিলেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

১টি মন্তব্য

Leave a Reply to Ahmad প্রতিউত্তর বাতিল করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে দখলদার হিন্দুত্ববাদীদের অপরাধনামা || পর্ব-১২ || অর্ধ-বিধবাদের দৈন্যদশা
পরবর্তী নিবন্ধমালি || জাতিসংঘের সামরিক কনভয়ে আল-কায়েদার হামলায় ৭ সেনা হতাহত