
পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে নৃশংসভাবে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহত ফিলিস্তিনির নাম খালেদ আল-ওসাইবি।
ফিলিস্তিনি গণমাধ্যম সূত্রে জানা যায়, গত ০১ এপ্রিল পবিত্র আল-আকসা মসজিদে যাবার সময় এক মুসলিম নারীকে নির্যাতন করছিল ইসরাইলি পুলিশ। এ সময় খালেদ আল-উসাইবি এগিয়ে যান এবং পুলিশি নির্যাতন থেকে মুসলিম নারীকে রক্ষা করার চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে ইসরাইলি পুলিশ তাঁর উপর উপর্যপুরি ১০ রাউন্ড গুলি করে।
বরাবরের মতো এবারও খুনের ঘটনাকে নিজেদের অনুকূলে নিতে ইসরাইলি পুলিশ দাবি করে, খালেদ আল-ওসাইবি একজন পুলিশ অফিসারের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় পুলিশ তাঁকে গুলি করতে বাধ্য হয়।
পবিত্র রমজান মাসের শুরু থেকেই আল-আকসা মসজিদে মুসল্লীদেরকে বিভিন্নভাবে হেনস্তা করে আসছে ইসরাইলি বাহিনী। এরই ধারাবাহিকতায় এই নৃশংস খুনের ঘটনা ঘটেছে। এছাড়াও সেখানে ব্যাপকভাবে ধর-পাকড় চালাচ্ছে ইসরাইলি বাহিনী।
তথ্যসূত্র:
——-
1. Mohammad Al-Ausaibi, the Palestinian young man who was executed by the lsraeli occupation forces near Al-Aqsa Mosque last night
–https://tinyurl.com/2p93ve3t
হে আল্লাহ আপনি এই নরপিশাচদের পাকরাও করেন। নিশ্চয়ই এরা বড়ই জালিম।