জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। মসজিদে এখন আর মুসল্লিদের প্রবেশ করতে দেয়া হচ্ছে না। গত মঙ্গলবার (২৪ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা।
প্রতিবেদনে বলা হয়, ‘ইসরায়েলি পুলিশ হঠাৎ করে মসজিদটির দিকে যাওয়ার সব গেট বন্ধ করে দিয়েছে এবং মুসল্লিদের সেখানে প্রবেশে বাধা দিচ্ছে। আজ সকাল থেকেই এই পদক্ষেপ নিয়েছে তারা। তবে প্রথমে মসজিদে বয়স্কদের ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল।’
আল-আকসা মসজিদ দেখভালের দায়িত্বে রয়েছে ইসলামিক ওয়াকফ বিভাগ। জর্ডানের নিয়োজিত এ সংগঠন জানিয়েছে, মুসল্লিদের বাধা দিলেও ইহুদিদের আল-আকসা চত্বরে প্রবেশ ও প্রার্থনার সুযোগ করে দিয়েছে ইসরায়েলি পুলিশ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল-আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম একটি স্থান। সেখানে শুধু মুসলিমরা ইবাদত করার সুযোগ রয়েছে। কিন্তু নিয়ম ভঙ্গ করে সেখানে ইহুদিরা প্রার্থনা করেছে। এর মাধ্যমে মসজিদ সম্পর্কিত যে চুক্তি ছিল সেটি লঙ্ঘন হয়েছে।
তথ্যসূত্র:
1. For the first time in months, Israeli police shut down Al-Aqsa Mosque for the Muslim worshippers
– https://tinyurl.com/msfjystw