• আবারও খাবারের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে জায়োনিস্ট ইসরায়েল। এতে এখন পর্যন্ত অন্তত ১৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
• দেইর আল-বালাহতে মাগাঝি শরণার্থী শিবিরে হামলা চালিয়েছে জায়োনিস্ট বাহিনী। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন।
• এক মার্কিন আইনপ্রণেতা একটি ভিডিওতে আলোচনা করেছে যে, কীভাবে জাপানের নাগাসাকি এবং হিরোশিমাতে বোমা হামলার মতো গাজাতেও এভাবে হামলা চালানোর মাধ্যমে ‘যুদ্ধের দ্রুত সমাপ্তি’ টানা যায়!
• যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে মার্কিন নৌ জাহাজ গাজায় ইসরায়েলের জন্য সাহায্য নিয়ে যাচ্ছে। এর প্রতিবাদস্বরূপ নিজেদেরকে ঐ জাহাজের গ্যাংওয়েতে বেঁধে রাখেন কয়েকজন ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারী। এসময় প্রতিবাদকারী ১০ জন নারী এবং ৪ জন পুরুষকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ।
• গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ৩২,৭৮২ জন ফিলিস্তিনি।
• বেথেলহামের পশ্চিমে হুসানে একটি জায়োনিস্ট গাড়িতে স্থানীয়ভাবে তৈরি বিস্ফোরক দিয়ে হামলা চালিয়েছেন প্রতিরোধ যোদ্ধারা।
• উমার আল-কাসিম বাহিনী গাজা শহরের দক্ষিণে জুহর আল-দিকের উত্তরপূর্বে জায়োনিস্ট সামরিক যানের সমাবেশে মর্টারশেল নিক্ষেপ করেছেন।
• নাসের হাসপাতালের আশপাশে এবং খান ইউনিসের জায়োনিস্ট বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন উমার আল-কাসিম বাহিনী। এসময় তারা শত্রুদের উপর একটি আরপিজি দিয়েও হামলা করেছেন।
• মধ্য গাজার আল-মুগরাকা এলাকায় জায়োনিস্ট বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে লিপ্ত হয়েছেন আল-আকসা শহীদি ব্রিগেডের যোদ্ধারা।
• খান ইউনিসের শহরতলী এলাকায় একটি জায়োনিস্ট মারকাভা ট্যাংকে শাওয়াজ ডিভাইস দিয়ে হামলা চালিয়েছেন আল-কাসসাম ব্রিগেডের মুজাহিদগণ। এতে ট্যাংকের ভেতরে থাকা জায়োনিস্ট সৈন্যরা নিহত ও আহত হয়েছে। হতাহত শত্রুসৈন্যদের উদ্ধারে জায়োনিস্ট বাহিনীর ৩টি হেলিকপ্টার ঘটনাস্থলে এসেছে।