ফিলিস্তিনের জিহাদ || আপডেট – ১৮ মে, ২০২৪

0
185
  • উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের নিকটস্থ আবাসিক ভবনগুলোতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ২৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
  • উত্তর গাজার অবশিষ্ট অঞ্চলগুলো দ্রুত খালি করে দেয়ার নির্দেশ জারি করেছে দখলদার ইসরায়েল। সেই সাথে তাদের বাহিনীকে নতুন করে আগ্রাসন চালাতে সম্মুখযাত্রার নির্দেশ দিয়েছে তারা। দক্ষিণ গাজার রাফাহতেও স্থল অভিযান বাড়াচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনী।
  • জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ’র প্রধান ফিলিপ লাজ্জারিনি জানিয়েছে যে, ৬ মে তারিখে ইসরায়েলি স্থলঅভিযান শুরু হওয়ার পর থেকে দক্ষিণ গাজায় প্রায় ৮ লাখ এবং উত্তর গাজায় প্রায় ১০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
  • তেলআবিবের দাঙ্গাপুলিশ, নতুন নির্বাচনের দাবিরত বিক্ষোভকারীদের উপর হামলা চলিয়েছে। অপরদিকে যুদ্ধ-পরবর্তী গাজার পরিকল্পনা নিয়ে মতভেদের জেরে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রী বেনি গ্যান্টজ পদত্যাগ করেছে।
  • ইস্তাম্বুল, লন্ডন, ওয়াশিংটন ডিসি ও প্যারিসের মতো বিশ্বের প্রধান প্রধান শহরগুলোতে, গাজার প্রতি সহমর্মিতা প্রকাশ ও যুদ্ধের সমাপ্তির দাবিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছে।

১৮ মে, ২০২৪ তারিখে ইসরায়েলি দখলদার বাহিনীর উপর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণের তথ্যগুলো উপস্থাপন করা হলো-

  • পূর্ব রাফা শহরে দখলদার ইসরাইলি বাহিনীর একটি ” মারাকাভা-৪” ট্যাংক লক্ষ্য করে আল ইয়াসিন ১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেডের মুজাহিদরা।
  • একটি বাড়ীতে দখলদার ইসরাইলি বাহিনীর বেশ কিছু সৈন্যকে” থান্ডার” নামক একটি এন্টি পার্সোনেল ডিভাইস দিয়ে অবরুদ্ধ করে কমপক্ষে ১৫ জন দখলদার সৈন্যকে হত্যা করেছে আল কাসসাম ব্রিগেডের মুজাহিদরা । এই ঘটনার পরে অবশিষ্ট দখলদার সৈন্যের সাথে মেশিনগান ও হ্যান্ড গ্ৰেনেড দিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন আল কাসসাম ব্রিগেডের মুজাহিদরা । উত্তর রাফা শহরের আল তানুর পাড়ায় ঘটনাটি ঘটে ।
  • রাফা শহরে অবস্থানকৃত  শত্রু বাহিনীর একটি ফোর্স কে লক্ষ্য করে মর্টার শেল দিয়ে হামলা চালিয়ে ধ্বংস করেছে আল কাসসাম ব্রিগেড।
  • গাজা উপত্যকার জাবালিয়া রিফিউজি ক্যাম্পে দখলদার ইসরাইলি বাহিনীর একটি আ্যপাচি হেলিকাপ্টার লক্ষ্য করে “SAM 7” নামক একটি মিসাইল দিয়ে হামলা চালিয়েছে আল কাসসাম ব্রিগেডের মুজাহিদরা।
  • পূর্ব রাফা শহরে দখলদার ইসরাইলি বাহিনীর একটি মারাকাভা ট্যাংক লক্ষ্য করে আল ইয়াসিন-১০৫ দিয়ে হামলা চালিয়েছেন আল কাসসাম ব্রিগেডের মুজাহিদরা ।
  • উত্তর গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পে দখলদার ইসরাইলি বাহিনীর একটি “মারাকাভাহ-৪” ট্যাংক লক্ষ্য করে ইয়াসিন-১০৫ দিয়ে হামলা চালিয়েছে আল কাসসাম ব্রিগ্ৰেডের মুজাহিদরা ।
  • উত্তর গাজা উপত্যকার জাবালিয়া ক্যাম্পের পূর্বে দখলদার বাহিনীর একটি কমান্ড ও কন্ট্রোল সেন্টারে ভারী-ক্যালিবার মর্টার শেল দিয়ে বোমাবর্ষণ করেছে আল কাসসাম ব্রিগেডের মুজাহিদরা।
  • গাজা উপত্যকার পূর্ব রাফায় দখলদার ইসরাইলি বাহিনীর একটি ডি-৯ বুলডোজার লক্ষ্য করে আল ইয়াসিন ১০৫ শেল দিয়ে হামলা চালিয়েছে আল কাসসাম ব্রিগ্ৰেডের মুজাহিদরা।
  • পূর্ব রাফায় দখলদার ইসরাইলি বাহিনীর একটি ডি-৯ বুলডোজার লক্ষ্য করে শাওয়াজ ডিভাইস দিয়ে হামলা চালিয়েছে আল কাসসাম ব্রিগেডের মুজাহিদরা।
  • আল কাসসাম মুজাহিদরা দখলদার জায়োনিস্ট একটি পদাতিক বাহিনীকে প্রলুব্ধ করতে সক্ষম হয়েছিলেন এবং তাদের আগমনের সাথে সাথে একটি এন্টি পার্সোনেল ডিভাইস বিস্ফোরিত করেছিলেন। মুজাহিদরা ০৫ জায়োনিস্ট সৈন্যের মৃত্যু ও আরো বেশ কিছু আহত হবার খবর নিশ্চিত করেছেন ‌গাজা উপত্যাকার পূর্ব রাফায় আল তাবাঈন মসজিদের সামনে ঘটনাটি ঘটেছিল ‌।
  • গাজা উপত্যকার পূর্ব রাফায় দখলদার জায়োনিস্ট বাহিনীর সৈন্য বহনকারী একটি গাড়ী লক্ষ্য করে আল ইয়াসিন- ১০৫ শেল দিয়ে হামলা চালিয়েছেন মুজাহিদ বাহিনী আল কাসসাম ব্রিগেড।

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় ১০দিনে আল-কায়েদার দুর্দান্ত ১৬ অভিযান
পরবর্তী নিবন্ধগোপনে ইসরায়েলে অস্ত্র সরবরাহকারী ভারতীয় জাহাজ আটকে দিয়েছে স্পেন